সন্ন্যাসীর কাছে বিড়াল। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
নতুন বছর উপলক্ষে হয় প্রার্থনা। দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রার্থনায় বসেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরা। প্রার্থনায় বসা সন্ন্যাসীদের মধ্যে একজনের কোলে উঠে পড়ে একটি বিড়াল। তবুও সেই সন্ন্যাসী মগ্ন ছিলেন প্রার্থনাতেই। কিন্তু বিড়াল তাঁর কোলে উঠে নড়াচড়া করতে থাকে। সন্ন্যাসীও প্রার্থনার মধ্যেই সরানোর চেষ্টা করছিলেন সেটিকে। কিন্তু কিছুতেই কোল থেকে সে নামবে না। বাধ্য হয়ে ওই সন্ন্যাসী নাছোড়বান্দা বিড়ালের গায়ে হাত বোলাতে থাকেন।
এই ঘটনার ছবি ও ভিডিয়ো সম্প্রতি শেয়ার করা হয়েছে মন্দিরের ভক্তদের ফেসবুক পেজ থেকে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক লক্ষ ইউজার।
তাইল্যান্ডের মন্দিরে ঘুরে বেড়ায় বিড়াল। সেখানকার একটি প্রথা এটা। সেই মন্দিরের বিড়ালই প্রার্থনার সময় উঠে গিয়েছিল সন্ন্যাসীর গায়ে। ওই সন্ন্যাসী সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি বই পড়ার চেষ্টা করছিলাম। বিড়াল উঠে যাওয়ায় মনটা ওর দিকেই চলে যায়।’’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: পুকুর থেকে গোল্ডফিস তুলে খাচ্ছে মাকড়সা!
আরও পড়ুন: ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের