Viral Video

এ যেন বাস্তবের ‘টম অ্যান্ড জেরি’, ভিডিয়ো দেখে মজা পেলেন নেটাগরিকরা

কার্টুনে বিড়াল টম ও ইঁদুর জেরির কাণ্ড কারখানা হেসে লুটোপুটি খাওয়ার মতোই। সেই কার্টুনের দৃশ্যই সম্প্রতি ধরা পড়েছে বাস্তবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ১৩:২৮
Share:

বাস্তবের ‘টম অ্যান্ড জেরি’। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জনপ্রিয় কার্টুন ‘টম ও জেরি’ দেখেননি এমন মানুষ খুব কমই হয়ত আছেন। কার্টুনে বিড়াল টম ও ইঁদুর জেরির কাণ্ড কারখানা হেসে লুটোপুটি খাওয়ার মতোই। সেই কার্টুনের দৃশ্যই সম্প্রতি ধরা পড়েছে বাস্তবে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

‘বিগ আস’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সোমবার পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি পার্কিং এলাকায় একটি বিড়াল ও একটি বড়সড় ইঁদুরকে। ইঁদুরটি সেখানে দাঁড়িয়ে ছিল। তাকে দেখেই বিড়ালটি তাড়া করল। কিন্তু তাড়া খেয়ে পালিয়ে যায়নি ইঁদুরটি। ঘুরে গিয়ে বিড়ালকে পাল্টা তাড়া করল সে। সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল বিড়ালটি। ইঁদুরটি দাঁড়িয়ে পড়তেই ফের তাড়া করল বিড়াল। তখন ফের বিড়ালকে তাড়িয়ে বেড়াল ইঁদুরটি।

এই ঘটনার ভিডিয়ো ‘টম ও জেরি’র স্মৃতি উস্কে দিয়েছে নেটিজেনদের মনে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: হুন্ডাই শো-রুমে সেলসম্যানের কাজ পেল এই সারমেয়

আরও পড়ুন: মাথায় দুধের গ্লাস নিয়েই সাঁতার কাটলেন অলিম্পিকে পাঁচ বারের সোনাজয়ী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement