Book Review

সৌভ্রাত্রের ধারণাটি প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করেছেন

র্ষ মান্দরের সামগ্রিক সম্পাদনায় দশটি বই প্রকাশের পরিকল্পনা করা হয়েছে এমন দশটি বিষয়ে, যেগুলি সংবিধানের মূল চরিত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয়তা ইত্যাদি।

Advertisement
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৯:১২
Share:

ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনে শোরগোল বিস্তর হয়েছে, কাজের কাজ অল্প। তার একটি হল ‘আইডিয়াজ় অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন’ নামে প্রস্তাবিত গ্রন্থমালা। হর্ষ মান্দরের সামগ্রিক সম্পাদনায় দশটি বই প্রকাশের পরিকল্পনা করা হয়েছে এমন দশটি বিষয়ে, যেগুলি সংবিধানের মূল চরিত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয়তা ইত্যাদি। এই গ্রন্থমালার দ্বিতীয় বইটির বিষয় ফ্রেটার্নিটি অর্থাৎ সৌভ্রাত্র। লেখক রাজমোহন গান্ধী, ব্যক্তিগত পরিচয়ে যিনি গান্ধীজির পৌত্র। সেই পরিচয়কে নিজের সারা জীবনের চর্চা ও অনুশীলনের মধ্য দিয়ে তিনি সার্থক করে তুলেছেন। বইটির গুরুত্বপূর্ণ ভূমিকায় হর্ষ ঠিকই বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সৌভ্রাত্রের ধারণা এবং তার গুরুত্ব নিয়ে আলোচনায় তাঁর থেকে যোগ্যতর ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন।

Advertisement

ফ্রেটার্নিটি: কনস্টিটিউশনাল নর্ম অ্যান্ড হিউম্যান নিড

রাজমোহন গান্ধী

Advertisement

৩৯৯.০০

স্পিকিং টাইগার

ছ’টি অধ্যায়ে বিন্যস্ত দেড়শো পৃষ্ঠার বইটিতে সৌভ্রাত্রের ধারণাটি প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করার পরে লেখক আমেরিকান ও ফরাসি সংবিধানে এই ধারণা কী ভাবে ব্যবহৃত হয়েছিল তার আলোচনা করেছেন, সেই সূত্র ধরে ভারতের ইতিহাসে গণতন্ত্রের সঙ্গে সৌভ্রাত্রের সম্পর্ক বিশ্লেষণ করেছেন। তার পরে এসেছে সংবিধানে এই ধারণাটির গুরুত্ব বিষয়ক অধ্যায়— এই বইয়ের দীর্ঘতম। এক দিকে সহাবস্থানের সমৃদ্ধ ঐতিহ্য, অন্য দিকে সঙ্কীর্ণ সাম্প্রদায়িক বিভাজনের বিষে তাকে ধ্বংস করে ভয়ঙ্কর ভবিষ্যতের পথে দেশকে চালনা করার বর্তমান অভিযান— এই দু’টি দিক নিয়ে মূল্যবান আলোচনা শেষ দু’টি অধ্যায়ে।

লেখক অনিবার্য ভাবেই স্মরণ করেছেন গণ পরিষদে সংবিধান গৃহীত হওয়ার আগের দিন বাবাসাহেব আম্বেডকরের ঐতিহাসিক বক্তৃতার সেই অংশটি, যার নির্যাস হল তাঁর অবিস্মরণীয় বাক্য: সৌভ্রাত্র যদি না থাকে, তা হলে সমতা ও স্বাধীনতা নিছক এক পোঁচ রঙের বেশি কিছু নয়। এই প্রসঙ্গে গান্ধী এবং আম্বেডকরের মতামত ও রাজনৈতিক চিন্তা এবং কার্যক্রমের টানাপড়েন বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেখানে ভারতীয় সমাজে বর্ণাশ্রম ও জাতপাতের কাঠামোয় সৌভ্রাত্রের অনুশীলন খর্বিত ও ব্যাহত হওয়ার প্রশ্নটি খুব বড় আকারে উঠে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement