Halloween

হ্যালুইন রাতের ঝড় সামনে আনল ১০১ বছর আগে ডুবে যাওয়া নৌকাকে!

১৯১৮-র একটি দুর্ঘটনার পর জলপ্রপাতের কাছে অগভীর খাদে ডুবেছিল জাহাজটি।

Advertisement

সংবাদ সংস্থা

অন্টারিও শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৩:৩৪
Share:

১০১ বছর পর উদ্ধার হওয়া সেই জাহাজ। ছবি নায়াগ্রা পার্কের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

হ্যালুইনের রাতে প্রবল বেগে ঝড় বইছিল নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন এলাকায়। সেই ঝড়ের জেরে ভেসে এল একটি বিশালাকার নৌকা। ১৯১৮-র একটি দুর্ঘটনার পর জলপ্রপাতের কাছে অগভীর খাদে ডুবেছিল জাহাজটি। ১০১ বছর ধরে ডুবে থাকার পর ঝড় তুলে নিয়ে এল সেটিকে।

Advertisement

এই ঘটনার কথা সম্প্রতি নিজেদের নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে কানাডার অন্টারিও প্রদেশের সরকারি সংস্থা নায়াগ্রা পার্ক। তারা জানিয়েছে ১৯১৮-র ৬ অগস্টে একটি দুর্ঘটনায় ডুবে গিয়েছিলে ওই নৌকাটি। হ্যালুইনের রাতে প্রবল ঝড় ও তার জন্য তৈরি হওয়া প্রবল স্রোতের জেরে নৌকাটি উঠে এসেছে বলে জানিয়েছেন নায়াগ্রা পার্ক কমিশনের সিনিয়র ম্যানেজার জিম হিল।

নৌকাটিকে ভেসে যেতে দেখে সেখানে থাকা দু’জন ব্যক্তি নৌকাটিকে আটকানোর চেষ্টা করেছিলেন। তাঁরা নৌকার নীচের দরজা ধরে নৌকার গতি কমানোর চেষ্টা করেছিলেন। পার্ক কর্তৃপক্ষ ও ইউএস কোস্টগার্ডের যৌথ প্রচেষ্টার তাঁদের উদ্ধার করা হয়েছে। দেখুন সেই ভেসে ওঠা নৌকার ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: খেলনা ভেবে লাইটার চিবোতে গিয়ে আগুন ধরিয়ে ফেলল কুকুরছানা! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: সাপের কামড় খেয়ে প্রাণ বাঁচানোর ভয়ে কেটেই ফেললেন নিজের আঙুল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement