Viral video

বরফের ঢালে দুর্ঘটনার কবলে কয়েকশো সাইকেল চালক, ৪১ লাখ ভিউ পেল ভাইরাল ভিডিয়ো!

প্রাক্তন মার্কিন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাম্পম্যান ২৪ জানুয়ারি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োটি এতই ভাইরাল হয়েছে যে তিন দিনের মধ্যে প্রায় ৪১ লাখ ভিউ পেয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লেসিংটন, আমেরিকা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৫:২০
Share:

ঢাল বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে সাইকেল চালকরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

ছোটবেলায় লাইন দিয়ে দেশলাইয়ের বাক্স সাজিয়ে খেলা মনে আছে? যেখানে এক প্রান্তের বাক্সে টোকা দিলেই এক এক করে সবগুলি পড়তে থাকে। এমন চেন রিঅ্যাকশনকে বলে ডমিনো এফেক্ট। এবার এমনই দৃশ্য দেখা গেল কয়েকশো সাইক্লিস্টের ক্ষেত্রে। এক জন শুরু করতেই হুড়মুড়িয়ে উল্টে পড়তে শুরু করলেন কয়েকশো সাইক্লিস্ট।

Advertisement

প্রাক্তন মার্কিন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাম্পম্যান ২৪ জানুয়ারি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োটি এতই ভাইরাল হয়েছে যে তিন দিনের মধ্যে প্রায় ৪১ লাখ ভিউ পেয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা একটি পাহাড়ের উপর থেকে দ্রুত নেমে আসছেন সাইক্লিস্টরা। বরফে ঢাকা এমন ঢালু জায়গা স্কি করার জন্য আদর্শ। তেমনই একটি ঢালে সাইকেল চালাতে গেলে কী হতে পারে সেটাই ধরা পড়েছে এই ভিডিয়োতে।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো:

শুরুটা ভালই হয়েছিল। বেশ গতি নিয়েই একে অপরকে টেক্কা দিতে দিতে সাইক্লিস্টরা নেমে আসছেন। কয়েক জন ঢাল পেরিয়ে সমতল অংশে নেমেও আসেন। হঠাত্ই এক সাইক্লিস্ট ঢালের মাঝে হুমড়ি খেয়ে পড়েন। সম্ভবত তাঁর সামনের চাকা বরফে পিছলে যায়।

আরও পড়ুন: গরম কফি বরফে ঢেলে দিতেই বেরিয়ে এল তিন বিড়াল ছানা

এক জন পড়ে যেতেই তাঁর পিছনে থাকা এক সাইক্লিস্ট এসে পড়েন ঘাড়ের উপর। সেই শুরু এবার একের পর এক সাইক্লিস্ট হুড়মুড়িয়ে পড়তে থাকেন, যেন চেন রিঅ্যাকশন। কেউ আবার দূর থেকে দেখতে পেয়েই পথ বদল করতে যান। তাতেও রক্ষা পাননি,পথ বদল করে পালাতে গিয়ে আছাড় খেতেও দেখা যায়। অনেকেই সোজা এসে গোঁত্তা মারেন। কয়েকজন পাস কাটিয়ে বেরিয়ে যেতে গিয়েও উল্টে পড়েন।

আরও পড়ুন: ন’তলা থেকে পড়ে গিয়ে গা ঝেড়ে হাঁটা দিলেন মহিলা!

দুর্ঘটনায় কয়েক জনের চোটও লেগেছে। এমনকি, একজনকে সাইকেল থেকে পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিয়ে সেখান থেকে সরে যেতেও দেখা গিয়েছে ভিডিয়োতে। তবে কত জন আহত হয়েছেন আর তাঁদের আঘাত কতটা গুরুতর, তা জানা যায়নি।

আরও পড়ুন: গল্প হল সত্যি! মরার ভান করে বাঘের মুখ থেকে রক্ষা, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োটি কোথায় কবে রেকর্ড হয়েছে সে সম্পর্কে যদিও কোনও তথ্য দেননি রেক্স চ্যাম্পম্যান। শুধু ৪১ লাখের উপর ভিউ নয়, ভিডিয়োটি লাইক পেয়েছে প্রায় এক লাখ আর রিটুইট হয়েছে প্রায় ২৮ হাজার বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement