পড়ন্ত শিশুকে লুফলেন যুবক। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।
তুরস্কের ইস্তানবুলে একটি আবাসনের নীচে দাঁড়িয়ে ছিলেন ১৭ বছরের যুবক ফিউজি জাব্বাত। হঠাৎ উপরের দিকে তাকাতেই তিনি লক্ষ্য করেন ওই আবাসনের তিনতলার একটি জানলা দিয়ে ঝুঁকে পড়েছে বছরের দু’য়েকের একটি বাচ্চা মেয়ে। বাচ্চাটি পড়ে যাবে বলে যখন তিনি চেঁচিয়ে ওই আবাসনের অন্যদের সাবধান করতে গেলেন, ঠিক তখনই তিনতলা থেকে পড়ে গেল বাচ্চাটি। মুহূর্তের তৎপরতায় পড়ন্ত শিশুটিকে লুফে নিলেন তিনি। তাই তিনতলা থেকে পড়ে গিয়েও কোনও আঘাত লাগেনি বাচ্চাটির।
পড়ন্ত শিশু মাটিতে পড়ার আগেই তাকে লুফে নেওয়ার ঘটনা ধরা পড়েছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
এই ঘটনাটি ইস্তানবুলের যেখানে ঘটেছে সেখানকারই একটি ওয়ার্কশপে কাজ করেন জাব্বাত। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা জাব্বাতের প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মুখে একটাই কথা, ‘জাব্বাত না থাকলে বাচ্চাটির কী অবস্থা হত?’
দেখুন রুদ্ধশ্বাস সেই ভিডিয়ো-
আরও পড়ুন: রাস্তার ধারে পরিত্যক্ত পোষ্যকে ঘিরে আবেগতাড়িত নেটিজেনরা
আরও পড়ুন: #আই লাভ মাই ক্লিভেজ, ইভ টিজিংয়ের প্রতিবাদে নতুন ট্রেন্ড!