ড্রোনে করে মাছ ধরছেন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
লকডাউনে গুরুত্ব বেড়ে গিয়েছে ড্রোনের। নজরদারির জন্য পুলিশ ব্যবহার করছে ড্রোন। আবার এই ড্রোনকে কাজে লাগিয়ে অবৈধ ভাবে পান মশলা সরবরাহ করতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছেন দু’জন। কিন্তু অস্ট্রেলিয়ার এক ব্যক্তি নিজেকে ঘরবন্দি করেই ড্রোনকে কাজে লাগালেন একটু অন্য ভাবে। ড্রোন দিয়ে ঘরে বসেই মাছ ধরলেন তিনি। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সিডনির দক্ষিণ শহরতলিতে থাকা ২৯ বছরের ওই ব্যক্তির নাম স্যাম রোমিও। সম্প্রতি মাছ ধরতে ইচ্ছা করছিল তাঁর। কিন্তু লকডাউনে বাড়ি থেকে বেরনো সম্ভব নয়। তাই ড্রোনের সঙ্গে মাছ ধরার বঁড়শি এঁটে দেন তিনি। তার পর বাড়ির বারান্দা থেকে সেই ড্রোন উড়িয়ে নিয়ে যান জলাশয়ের কাছে।
এই ভাবে প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর প্রথম মাছ ধরতে সমর্থ হন। সেই ঘটনার ভিডিয়ো তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। দেখুন সেই ভিডিয়ো—
A post shared by Sam Romeo (@sam_romeo) on
আরও পড়ুন: লকডাউন তুলে নিলে বড় বিপদ, বলছে হু, দ্বিগুণ হতে পারে ক্ষুধার্ত, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের
আরও পড়ুন: নাকে আঙুল ভরে কুমিরের গ্রাস থেকে তিন বছরের ছেলেকে উদ্ধার মায়ের