নিশেষ বাসবরেড্ডি। ছবি: এক্স (টুইটার)।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ নিশেষ বাসবরেড্ডি। ১৯ বছরের নিশেষ এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের মূলপর্বে খেলবেন। তবে ২০২২ সালে ইউএস ওপেনে ছোটদের ডাবলসে নিশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ওজ়ান ব্যারিসের সঙ্গে জুটি বেঁধে। অস্ট্রেলিয়ান ওপেনের সূচি প্রকাশিত হওয়ার পর আলোচনায় উঠে এসেছেন।
ভারতীয় বংশোদ্ভুত নিশেষের জন্ম আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। তাঁর বাবা-মা ছিলেন নেল্লোরের বাসিন্দা। ১৯৯৯ সালে তাঁরা কর্মসূত্রে আমেরিকায় চলে যান। নিশেষের এক দাদা রয়েছে। এটিপি প্রকাশিত সিঙ্গলসের শেষ ক্রমতালিকায় নিশেষ রয়েছে ১৩৩ নম্বরে। এটাই তাঁর টেনিসজীবনের সেরা র্যাঙ্কিং। গত ডিসেম্বরে পেশাদার টেনিসে নাম লিখিয়েছে নিশেষ। জুনিয়র পর্যায়েও তেমন বড় সাফল্য নেই নিশেষের ঝুলিতে। গত দু’বছরে সাতটি এটিপি চ্যালেঞ্জার্সের ফাইনালে উঠেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন দু’টিতে।
এখনও পর্যন্ত নিশেষের র্যাকেটে বড় সাফল্য ধরা না দিলেও আমেরিকার টেনিসের ভবিষ্যতের তারকা হিসাবে চিহ্নিত করা হয়েছে তাঁরে। ৫ ফুট ১১ ইঞ্চির নিশেষ অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন ওয়াইল্ড কার্ড পাওয়ায়। প্রথম রাউন্ডেই প্রতিপক্ষের নাম জোকোভিচ হওয়ায়, নিশ্চিত ভাবেই তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে টেনিসপ্রেমীদের। জুনিয়র পর্যায়ে বিশ্বের প্রাক্তন তিন নম্বর নিশেষ আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আমেরিকার প্রাক্তন টেনিস খেলোয়াড় ব্রায়ান স্মিথ তাঁর কোচ।