Viral Video

জিম ক্লাসে সকলকে ট্রেনিং দিচ্ছে সারমেয়! ভিডিয়ো ভাইরাল

জিমে কুকুরের ট্রেনিং দেওয়ার সেই সব ভিডিয়ো ‘টেজলাদ্যমিনিঅসি’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৭:৫৩
Share:

জিমে ট্রেনিং দিচ্ছে কুকুর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জিমে ভর্তি হয়েছেন, কিন্তু রোজ জিমে যেতে পারেন না। আপনার পরিস্থিতি যদি এ রকম হয়, তাহলে টেজলা নামের এই সারমেয়র কীর্তি থেকে অনুপ্রেরণা নিতেই পারেন আপনি।

Advertisement

টেজলা আমেরিকান শেফার্ড প্রজাতির কুকুর। ফিটনেস সচেতন এই কুকুর শুধু নিজের ফিনটনেস নিয়েই সচেতন না, জিমে করতে আসা পুরুষ-মহিলাদের রীতিমতো ট্রেনিং করায় সে। তার ভঙ্গি অনুকরণ করেই জিমে কসরত করেন অনেকে। জিমে কুকুরের ট্রেনিং দেওয়ার সেই সব ভিডিয়ো ‘টেজলাদ্যমিনিঅসি’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।

টেজলার সেই কীর্তির ভিডিয়ো টুইটারে ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে মেতেছে নেটদুনিয়া। জিমে ট্রেনিং দেওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৪৪ লক্ষ বার। আপনিও কী টেজলার ট্রেনিংয়ে জিম করতে চান? তাহলে দেখুন ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বিয়ে বাড়িতে ঢুকতে আমন্ত্রিতদেরই দিতে হচ্ছে টাকা!

আরও পড়ুন: সবুজ রঙের জার্মান শেফার্ড! বিস্মিত নেটিজেনরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement