করোনা আতঙ্কে গৃহবন্দি। প্রতীকী ছবি।
ভিডিয়ো চালু করতেই সামনে আসছে পাহাড়ি রাস্তার বাঁক। সেখানে লেখা, ‘‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা যে সব মেশিন বানিয়েছি, তা সব ধরনের বাঁকের মুখোমুখি হতে সক্ষম। কিন্তু যে বাঁকের মুখে এখন আমরা এসে দাঁড়িয়েছি, তা আগে কখনও দেখা যায়নি। আসুন দূরত্ব বজায় রাখি। সকলে ঘরে থাকি। বাঁকের বন্ধুরতাকে মসৃণ করতে আমরা যা পারি... ড্রাইভিং না করলে এখন আমরা সামনে এগোতে পারব।’’
এই কথা লেখা হয়েছে বিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিএমডব্লিউ-র বিজ্ঞাপনে। বিজ্ঞাপনী ভিডিয়োর মাধ্যমেই করোনাসংক্রমণ থেকে বাঁচার বার্তা দিচ্ছে ওই সংস্থা। শুধু বিএমডব্লিউ নয়, অডি, মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ারের মতো সংস্থাগুলিও করোনা থেকে নিরাপদ থাকার বার্তা দিয়েছেন তাদের বিজ্ঞাপনী ভিডিয়োতে।
করোনা সংক্রমণের মধ্যে যাঁরা জরুরি পরিষেবা বজায় রেখে চলেছেন, নিজেদের ভিডিয়োতে তাঁদের ধন্যবাদ জানিয়েছে মার্সিডিজ। অডি তাদের লোগোর বিন্যাস বদলে দিয়েছে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার বার্তা। দেখুন সেই সব ভিডিয়ো—
We’ve made living engineering machines that can handle every curve thrown their way. But the curve ahead is like none we’ve ever seen before. Let’s redefine “keeping a safe distance” and all agree to stay home, stay safe and do what we can to flatten this curve together. Today we drive forward without driving at all. #StaySafe #StayHealthy #FlattenTheCurve
আরও পড়ুন: এ বার করোনার ভরকেন্দ্র হতে চলেছে আমেরিকা? অশনি সঙ্কেত দিল হু
A message to our colleagues, customers and communities all around the world in this time of uncertainty.
Keep your distance, stay healthy, support each other – we are in this together. As a global company and a global community, our highest priority is to identify any opportunities to #flattenthecurve. Stay safe.
আরও পড়ুন: নিজের জন্মদিনের খেলনা কিনছে সারমেয়
Thanks to everyone giving their best. ❤ #flattenthecurve #stayhome