Raghu Ram on Roadies

প্রতিযোগীদের সঙ্গে তাঁর দুর্ব্যবহার বহু চর্চিত, ‘রোডিজ়’-এর সঞ্চালনা কেন ছাড়েন রঘু?

রঘু রামের হাত ধরেই এক সময় জনপ্রিয় হয় ‘রোডিজ়’। কিন্তু সেই শো থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন রঘু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:১০
Share:

রঘু রাম। ছবি: সংগৃহীত।

রিয়্যালিটি শো ‘রোডিজ়’ এক সময় তাঁর হাত ধরেই জনপ্রিয় হয়েছিল। কিন্তু ১১ বছর একটানা বিচারকের আসনে থাকার পর, শো থেকে বেরিয়ে আসেন সঞ্চালক রঘু রাম। তার পরে শো চললেও, তা জনপ্রিয়তা হারায়। কেন বিচারকের আসন থেকে সরে দাঁড়ান রঘু? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সে কথা।

Advertisement

এক সময় এই শোয়ে প্রতিযোগীদের প্রতি রঘুর খারাপ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। রঘু বলেন, ‘‘আমি যে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতাম তা তো নয়। মনে আছে, আমাদের সঙ্গে যাঁরা মিষ্টি ব্যবহার করতেন, আমরাও কিন্তু তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করতাম।’’ রঘু জানান, যখন কোনও প্রতিযোগীকে তাঁর পছন্দ হত, তখন শোয়ের অন্য বিচারকদের (রণবিজয় সিংহ এবং রাজীব লক্ষ্মণ) তিনি লিখে সেটা জানাতেন।

তবে রঘু জানান, একটা সময়ের পর শোয়ের প্রযোজকেরা তাঁকে কাছে চাপ দিতে থাকেন। তাঁকে বলা হয়, প্রতিযোগীদের সঙ্গে আরও খারাপ ব্যবহার করতে হবে এবং নাটকীয়টতা তৈরি আনতে হবে। ফলে তিনি শো থেকে বেরিয়ে আসেন। রণবিজয় এবং রাজীবও এক সময় তাঁর পথ অনুসরণ করেন। রঘু বলেন, ‘‘সাফল্যের সঙ্গে আসে চাপ। আমিও সেটা বুঝতে পারি। বড্ড বেশি নাক গলানো হত। ক্লান্ত হয়ে পড়েছিলাম।’’

Advertisement

তবে এই শো নিয়ে রঘু যে এখন আর খুশি নন, সে কথাও জানিয়েছেন তিনি। রঘুর কথায়, ‘‘এটা তো আর আমাদের শো নয়। ওরা (প্রযোজক) যেটা তৈরি করতে চেয়েছে, সেটা এখন দেখা যাচ্ছে।’’ রঘুর চান, যে মৌলিকত্ব এক সময় ‘রোডিজ়’কে জনপ্রিয় করেছিল, তা যেন ফিরে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement