ডেভিড ওলনি। ছবি: ইউটিউব থেকে নেওয়া।
গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মার্কিন শিল্পী। শরীর যে আর সঙ্গ দিচ্ছে না তা আগেই বুঝতে পারছিলেন, তাই মাঝ পথে গান থামিয়ে দুঃখ প্রকাশ করে স্টেজ থেকে বেরিয়ে যান। তারপর সেখানেই তাঁর মৃত্যু হয়।
আমেরিকার ফ্লোরিডায় চলছিল ‘৩০এ সংরাইটার্স ফেস্টিভাল’। সেখানেই গান গাওয়ার আমন্ত্রণ পান ডেভিড ওলনি। শনিবার তিনি পারফর্ম করছিলেন সেখানে। প্রথম দু’টিগানের পর তৃতীয় গানের মাঝেই থেমে গেল তাঁর সফর।
গায়িকা অ্যামি রিগবে জানিয়েছেন, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। ডেভিডের পরেই তাঁর গান গাওয়ার কথা ছিল। অ্যামি ফেসবুকে লিখেছেন, ডেভিড যে শুধু একজন ভাল গীতিকার, গায়ক ছিলেন তাই নয়, মানুষ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ’।
আরও পড়ুন: ইংরেজরা আসার আগে ভারত বলে কিছু ছিলই না, দাবি করে তীব্র কটাক্ষের মুখে সইফ
শনিবার গান গাইতে গাইতে হঠাত্ চোখ বুঝে আসছিল ডেভিডের। মাথা ঝুঁকে পড়ছিল। স্টেজ থেকে বেরিয়ে যাওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে উপস্থিত চিকিত্সক ও কর্মকর্তারা ছুটে যান। সবাই মিলে চেষ্টা করেন তাঁকে অন্তত কিছুটা সুস্থ করে হাসপাতালে নিয়ে যাওয়া যায় কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মারা যান ডেভিড ওলনি।
আরও পড়ুন: সব থেকে লম্বা চুল এই গুজরাতি কিশোরীর, গড়ল নতুন বিশ্ব রেকর্ড
ডেভিডের শেষ পারফরম্যান্স: