চিতা শাবকের প্রশিক্ষণ। ছবি: টুইটার থেকে নেওয়া।
প্রতিভা থাকলেই হয় না, কঠোর অনুশাসন, প্রশিক্ষণ পেলে তবেই দক্ষ শিকারি হয়ে ওঠা যায়। আর একটি চিতার বাচ্চাকে তার পরিবারের বড়রা কী ভাবে যোগ্য সদস্য করে তোলে দেখুন। শাবক চিতার প্রশিক্ষণের একটি ভিডিয়ো সামনে এল সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি চিতা শাবকের প্রশিক্ষণ চলছে। শাবকটি মাটিতে ঘাপটি মেরে বসে রয়েছে। প্রশিক্ষণে তখন লুকিয়ে থাকার অধ্যায়ের পাঠ চলছিল শাবকটির, সেই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়।
ভিডিয়োটি পোস্ট করে সুশান্ত লিখেছেন, "লুকিয়ে থাকা শিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ"। আসলে ঠিক মতো লুকিয়ে থেকে সঠিক সুযোগের অপেক্ষা করতে না পারলে, খালি পেটে থাকতে হবে। তাই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বড় চিতারা শাবকটির আশপাশ দিয়ে লাফিয়ে যাচ্ছে, আর সেই হইচইয়ের মুহূর্তেও ঘাপটি মেরে বসে রয়েছে শাবক চিতাটি।
আরও পড়ুন: নগ্ন হয়ে ঘর মুছে দিয়ে যাবেন মহিলা, খরচ পড়বে ঘণ্টায় প্রায় ৯ হাজার!
ভিডিয়োটি সোমবার পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় দু’হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে নেটাগরিকরা নিজেদের টাইম লাইনে ভিডিয়োটি রিটুইট করছেন। এই দৃশ্য কোন জায়গায় ক্যামেরাবন্দি হয়েছে, তা জানাননি সুশান্ত।
আরও পড়ুন: চার মহিলার শরীরের রং দিচ্ছে বিশেষ বার্তা, ভিডিয়ো শেয়ার করলেন বিদ্যা বালন
দেখুন সেই ভিডিয়ো: