Viral video

বিষাক্ত কামড়ের ভয়ে বর্ম পরে কোয়ালাকে কোলে নিলেন নিলেন সাংবাদিক, সত্যি জেনে হেসে লুটোপুটি

এই সব শুনে ডেবি সত্যি বিশ্বাস করে নেন, কোয়ালা একটি বিপজ্জনক প্রাণী। তাই তিনি বর্ম পরে কোয়ালাকে কোলে নেন। কিন্তু তারপরই সতীর্থরা ডেবির কাছ থেকে কোয়ালাটি নিজেদের কোলে তুলে নেন।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৭:৪৬
Share:

কোয়ালা কোলে ডেবি। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

চারদিকে যখন বিস্তর হতাশাজনক খবর, তখন হাসি-মজা-রসিকতাই সব থেকে ভাল ওষুধ। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক, আর করলেনও তাই। এক সতীর্থ সাংবাদিককে তিনি বলেন, কোয়ালা খুবই ভয়ঙ্কর এক প্রাণী। এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর ঘটল এক বিচিত্র ঘটনা।

Advertisement

ফেসবুকে সন মালকে তাঁর অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ১১ জানুয়ারি। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সাংবাদিক রীতিমতো বর্ম, দস্তানা, বড় জুতো, বড় চশমা পরে একটি কোয়ালাকে কোলে নিচ্ছেন। কোলে নিয়েও ভয়ে ভয়ে কোয়ালাটির দিকে সতর্ক নজর রাখছেন। আসলে তাঁকে বোকা বানিয়ে মজা করার জন্যই এই সব করা হয়েছিল।

মহিলা সাংবাদিক ডেবি এডওয়ার্ড ব্রিটেনের আইটিভি নিউজের এশিয়া প্রতিনিধি। অস্ট্রেলিয়ায় তিনি দাবানল নিয়ে খবর করতে গিয়েছিলেন। অফিস থেকে বলা হয় কোয়ালা কোলে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রতিবেদন তৈরি করেতে। কিন্তু অস্ট্রেলিয়ায় তাঁর সতীর্থ সাংবাদিকরা তাঁকে রীতি মতো বোকা বানিয়ে দেন। তাঁকে বলা হয়, কোয়াল অত্যন্ত বিপজ্জনক একটি প্রাণী। যে কোনও সময় আক্রমণ করতে পার। তার বিষাক্ত দাঁতের কামড়ে যে কারও মৃত্যু হতে পারে।

Advertisement

আরও পড়ুন: তিন সপ্তাহ কুমিরে ঘেরা জঙ্গলে কাটিয়ে সুস্থ শরীরে ফিরলেন যুবক

এই সব শুনে ডেবি সত্যি বিশ্বাস করে নেন, কোয়ালা একটি বিপজ্জনক প্রাণী। তাই তিনি বর্ম পরে কোয়ালাকে কোলে নেন। কিন্তু তারপরই সতীর্থরা ডেবির কাছ থেকে কোয়ালাটি নিজেদের কোলে তুলে নেন। অবশ্য তাঁরা কোনও বর্ম পরেননি। কোলে তুলে নিয়ে আদর করতে থাকেন কোয়ালাটিকে। এবার সবাই হাসিতে ফেটে পড়েন। ডেবি এতক্ষণে বুঝতে পারেন, তাঁকে সবাই মিলে বোকা বানিয়েছেন। তিনিও হাসতে আরম্ভ করেন।

আরও পড়ুন: জার্মানির রাস্তায় ঘুরে বেড়ানো ‘হিটলার’-কে হন্যে হয়ে খুঁজছে পুলিশ!

সন এই ভিডিয়োটির সঙ্গে একটি মেসেজ দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন, শুধু ক্যাঙারু দ্বীপেই মৃত্যু হয়েছে এমন ৪০ হাজার নিরীহ, আদুরে, বন্ধুত্বপূর্ণ কোয়ালার। এই কোয়ালাদের বাঁচাতে তিনি অনুদানের আহ্বানও করেছেন সবার কাছে।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement