South Sudan

ভিডিয়ো কনফারেন্স চলাকালীন ক্যামেরার সামনেই প্রস্রাব করলেন কূটনীতিক, ভাইরাল ভিডিয়ো

শরীরের নিচের অংশ কিছু পরা ছিল কিনা তাও বোঝা যাচ্ছে না। একটু পরের তাঁকে বাথরুমে পৌঁছতে দেখা যায়। সেখানে তাঁকে প্রস্রাবও করতেও দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ১৮:৫১
Share:

ছবি: টুইটার থেকে নেওয়া।

কয়েক জন কূটনীতিক আলোচনা করছিলেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। হয়তো এটি রুটিন আলোচনা ছিল। কিন্তু সেই ভিডিয়ো কনফারেন্স আজ গোটা বিশ্ব দেখছে। কারণ সেখানে এক কূটনৈতিক কর্তা এমন কাণ্ড করে বসলেন যে তাঁদের ভিডিয়ো কনফারেন্সটি ভাইরাল হয়ে গিয়েছে। তবে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সেটিকে জাল বলেও দাবি করেছেন ওই কূটনীতিক।

Advertisement

আমেরিকায় নিযুক্ত সাউথ সুদানের ওই কূটনীতিকের নাম গর্ডন বুয়ায়, তাঁর আজব কাণ্ডের কারণেই ভিডিয়ো কনফারেন্সে অংশ নেওয়া বাকিদেরও অপ্রস্তুত হতে হল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আটটি উইন্ডোতে কূটনীতিকরা আলোচনা করছেন। আলোচনার মধ্যেই দেখা যায় একটি ইউন্ডোতে উপস্থিত কূটনীতিক বাথরুমের দিকে এগোচ্ছেন। তাঁর শরীরের নিচের অংশ কিছু পরা ছিল কিনা তাও বোঝা যাচ্ছে না। একটু পরের তাঁকে বাথরুমে পৌঁছতে দেখা যায়। সেখানে তাঁকে প্রস্রাবও করতেও দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে।

গর্ডনের এই কাণ্ড দেখে হাসাহাসিও শুরু করে দেন অন্য দুই কূটনীতিক। বাকিরা তো কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আলোচনায় সেই সময় যিনি কথা বলছিলেন, তিনি বার বার যেন থমকে যাচ্ছিলেন। আসলে এমন একটা দৃশ্য যে তাঁদের ভিডিয়ো কনফারেন্সের সময় দেখতে হবে, তা মনে হয় কেউ আশা করেননি।

Advertisement

আরও পড়ুন: এ বার এসে গেল হিরেখচিত মাস্ক, দেখে নিন কোথায় পাওয়া যাচ্ছে, দাম কত

গর্ডন আমেরিকায় নিযুক্ত সাউথ সুদানের ডেপুটি অ্যাম্বাসাডর। তাঁর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত কোনও কূটনীতিক ভিডিয়ো কনফারেন্সে এমন কাজ করতে পারেন, তা মনে হয় কেউ আশাও করেননি। তিনি ক্যামেরা অফ করে বাথরুমে যেতে পারতেন। কিন্তু তা তিনি করেননি, এমনকি মাইক্রোফোনও মিউট করেননি। তিনি ভিডিয়ো কনফারেন্স থেকে কিছু ক্ষণের জন্য উঠে গিয়ে বাথরুমে যেতে পারেতেন তাও না করে তিনি মোবাইল নিয়েই বাথরুমে প্রবেশ করেন।

আরও পড়ুন: জ্বলন্ত বাড়ির বারান্দা থেকে ফেলে দেওয়া শিশুকে লুফে নিলেন প্রাক্তন নৌসেনা​

এই ভিডিয়ো সামনে আসার পর যেমন হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই সঙ্গে অনেকে সমালোচনাও শুরু করেছেন। যদিও গর্ডন পরে দাবি করেছেন, ভিডিয়োটি ফেক।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement