Viral video

থানায় ঢুকে পড়েছে খুদে ‘অপরাধী’, বের করতে হিমসিম অবস্থা পুলিশ কর্মীদের

মেঝেতে যেটি ছিটকে পড়েছিল সেটি একটি কাঠবিড়ালি। কোনও ফাঁকে সেটি থানায় ঢুকে পড়ে। লাফিয়ে পড়ে ওই পুলিশ কর্মীর কাঁধে। আর তাতেই চমকে ওঠেন তিনি। কাঠবিড়ালিটিকে ঝেড়ে ফেলেন মেঝেতে। এরপর আসল সমস্যা শুরু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৭:১৮
Share:

থানা থেকে কাঠবেড়ালিকে বের করতে নাজেহাল পুলিশ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

থানায় ঢুকে পড়া এক ‘অপরাধী’কে বের করে দিতে চাইছেন দুই পুলিশ কর্মী। কিন্তু এই ‘ছোট্ট অপরাধী’ কিছুতেই থানা থেকে বেরতেই চাইছে না, নাজেহাল অবস্থা পুলিশ কর্মীদের। এমনই একটি ভিডিয়ো ধরা পড়ল মার্কিন এক থানার ভিতরে লাগানো সিসি ক্যামেরায়।

Advertisement

মার্কিন যুক্তারাষ্ট্রে নিউ হ্যাম্পশায়ারের স্ট্র্যাথাম পুলিশ ডিপার্টমেন্ট। দুই পুলিশ কর্মী ভিতরে বসে কাজ করছেন। হঠাত্ই এক পুলিশ কর্মী লাফিয়ে উঠেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁর কাছ থেকে ছোট কিছু একটা ছিটকে পড়ছে মেঝেতে। তাঁর সহকর্মীও চমকে গিয়ে দেখতে থাকেন, হচ্ছেটা কী?

মেঝেতে যেটি ছিটকে পড়েছিল সেটি একটি কাঠবিড়ালি। কোনও ফাঁকে সেটি থানায় ঢুকে পড়ে। লাফিয়ে পড়ে ওই পুলিশ কর্মীর কাঁধে। আর তাতেই চমকে ওঠেন তিনি। কাঠবিড়ালিটিকে ঝেড়ে ফেলেন মেঝেতে। এরপর আসল সমস্যা শুরু।

Advertisement

কাঠবিড়ালিটিকে থানার থেকে বার করার চেষ্টা শুরু করেন চালান দুই পুলিশ কর্মী। কিন্তু কিছুতেই সে থানা থেকে বেরতে রাজি নয়। এদিকে থেকে তাড়িয়ে দিলে পৌঁছে যাচ্ছে অন্য দিকে। কখনও আবার ঢুকে যাচ্ছে ডাস্ট বিনের পিছনে। শেষ পর্যন্ত একটি দরজা খুলে তাকে তাড়ানোর চেষ্টা চলে। তাতে অবশেষে সাফল্য আসে। খোলা দরজা পেয়ে দৌড়ে বেরিয়ে যায় কাঠবিড়ালিটি।

দেখুন সেই ভিডিয়ো:

ভিডিয়োটি একাধিক পেসবুক পেজে পোস্ট হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োটি ওই পেজগুলিতে কয়েক হাজার করে ভিউ, কমেন্ট পেয়েছে।

আরও পড়ুন: ঘুম থেকে তুলে দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে মারধর, বচসা গড়াল থানা পর্যন্ত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement