Viral video

বাইক চালিয়ে এসে শিশুকে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের!

দূর থেকে এক বাঁদর একটি ছোট খেলনা মোটরসাইকেল নিয়ে সেদিকে এগিয়ে আসছে। শিশুগুলির কাছে এসেই বাইকটি ফেলে দিয়ে এক শিশুকে রাস্তায় ফেলে জামা ধরে টানতে শুরু করে। টেনে হিঁচড়ে বেশ কিছুটা নিয়েও চলে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১১:৫৬
Share:

শিশুকে টেনে নিয়ে যাচ্ছে বাঁদর। ছবি: টুইটার থেকে নেওয়া।

পোষা বা প্রশিক্ষিত জীব-জন্তুদের অনেক মজার, অদ্ভুত কাজ করতে দেখা যায়। তা বলে কখনও দেখেছেন, একটি বাঁদর কোনও শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে! এমনই একটি ঘটনা ধরা পড়ল ক্যামেরায়।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পাড়ার একটি গলির এক সিঁড়িতে তিন-চারটি শিশু বসে রয়েছে। আর দূর থেকে এক বাঁদর একটি ছোট খেলনা মোটরসাইকেল নিয়ে সেদিকে এগিয়ে আসছে। শিশুগুলির কাছে এসেই বাইকটি ফেলে দিয়ে এক শিশুকে রাস্তায় ফেলে জামা ধরে টানতে শুরু করে। টেনে হিঁচড়ে বেশ কিছুটা নিয়েও চলে যায়।

সেই মুহূর্তে শিশুটিকে উদ্ধার করার জন্য কাছেপিঠে কেউ ছিলেন না। বাঁদরটির এমন কান্ড দেখে দূরে থেকে এক ব্যক্তি সেদিকে ছুটে আসতেই সে শিশুটিকে ছেড়ে দিয়ে পালায়। শিশুটি রাস্তা থেকে উঠে কাঁদতে কাঁদতে পালিয়ে আসে।

Advertisement

আরও পড়ুন: দেশের সব থেকে ধনী দেবতার মন্দিরে কাজ হারালেন ১৩০০ কর্মী

এই বাঁদরটিকে সম্ভবত এক ব্যক্তি খেলা দেখানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন। কারণ যে দিক থেকে সে বাইক নিয়ে যাত্রা শুরু করে, সেখানে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তিকে হাত নেড়ে এগিয়ে যাওয়ার জন্য ইশারা করতে দেখা যায় বাঁদরটির প্রতি। কিন্তু বাঁদরটি যে শিশুটিকে এভাবে টেনে আনবে সেটা সম্ভবত কেউ ধরণা করতে পারেননি।

আরও পড়ুন: লকডাউনে ঘরবন্দি সৃজিত-মিথিলা কোথায় ‘ঘুরে এলেন’?

সোমবার রেক্স চ্যাপম্যান নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়। এই হ্যান্ডলে এখনও পর্যন্ত প্রায় দু’ কোটি ৭৫ লাখ বার দেখা হয়েছে। তবে রবিবারই এটি অন্য একটি অ্যাকাউন্ড থেকে শেয়ার হয়। সেখানেও ভিডিয়োটি প্রায় দু’ কোটি ৭৮ লাখ বার দেখা হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement