Viral video

আগুন ছাড়াই গাড়ির ভিতরেই রান্না হয়ে যাচ্ছে মাংস, দেখুন ভিডিয়ো

শুক্রবার পুরনো ‘ডাটসান সানি’ গাড়িতে দেড় কেজি শুকরের মাংস রেখে দেওয়া হয়। বাইরে তখন তামপাত্রা ছিল ৪০ ডিগ্রি সেন্টিগ্রেট। আর পুরনো বন্ধ গাড়ির মধ্যে সেই তাপপাত্রা পৌঁছে যায় ৮১ ডিগ্রি সেলসিয়াসে। তিনি ১০ ঘণ্টা সেই মাংস রেখে দেওয়ার পর সেটি নাকি খাওয়ার মতো সেদ্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৯:১১
Share:

গাড়ির ভিতরে রান্না হচ্ছে মাংস। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

চাঁদি ফাটা গরমের কথা শুনেছেন, মাংস রান্নার মতো গরমের কথা শুনেছেন কখনও? অস্ট্রেলিয়ায় এখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরছে। পার‌্থের এক ব্যক্তি দাবি করেছেন, সেখানে এমন গরম পড়েছে, যে তাঁর একটি পুরনো গাড়ির মধ্যে মাংস রেখে দেওয়ার পর তা খাওয়ার মতো রান্না হয়ে গিয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার পার‌্থের বাসিন্দা স্টু পেঙ্গেলি তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, শুক্রবার তাঁর পুরনো ‘ডাটসান সানি’ গাড়িতে দেড় কেজি শুকরের মাংস রেখে দিয়েছিলেন। বাইরে তখন তামপাত্রা ছিল ৪০ ডিগ্রি সেন্টিগ্রেট। আর পুরনো বন্ধ গাড়ির মধ্যে সেই তাপপাত্রা পৌঁছে যায় ৮১ ডিগ্রি সেলসিয়াসে। তিনি ১০ ঘণ্টা সেই মাংস রেখে দেওয়ার পর সেটি নাকি খাওয়ার মতো সেদ্ধ হয়ে গিয়েছিল।

স্টু পেঙ্গলি দাবি করেছে, তিনি একটি পরীক্ষা করতে চেয়েছিলে। সেখানে দেখাতে চেয়েছেন, বন্ধ গাড়িতে যদি বাচ্চা বা পোষ্যদের রেখে দেওয়া হয় তা কতখানি মারাত্বক হতে পারে।

Advertisement

আরও পড়ুন: প্লেট থেকে লাফিয়ে পালাচ্ছে কাটা মাংস, ভাইরাল ভিডিয়ো

স্টু তাঁর ফেসবুকে পাঁচটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পুরনো গাড়ির ভিতর কী ভাবে মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে।

দেখুন সেই ফেসবুক পোস্ট:

এছাড়াও অস্ট্রেলিয়ার সাংবামাধ্যম এবিসি গ্রেট সাদার্ন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানেও দেখানো হয়েছে, গাড়ির ভিতর রাখা মাংস কী ভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সেটিকে একটি ধারলো ছুরি দিয়ে কাটছেন এক ব্যক্তি।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement