ব্রুনার মাথায় ম্যাকাও। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ক্রিকেট বা ফুটবল মাঠে প্রাণী ঢুকে খেলায় বিঘ্ন ঘটানো নতুন কিছু নয়। আন্তর্জাতিক ম্যাচ হোক বা স্থানীয় প্রতিযোগিতা— এই দৃশ্যের সাক্ষী থেকেছেন হয়ত অনেকেই। কিন্তু এ বার আন্তর্জাতিক ফুটবল দলের প্র্যাকটিসে উড়তে উড়তে ঢুকে পড়েছিল একটি ম্যাকাও। তার পর তার কাণ্ডকারখানার ভিডিয়ো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই ভাইরাল হয়েছে।
সম্প্রতি রিও ডি জেনেইরো-র স্টেডিয়ামে চলছিল ব্রাজিলের জাতীয় মহিলা ফুটবল দলের প্র্যাকটিস। সে সময়ই ম্যাকাওটি উড়ে এসে বসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রুনা বেনিতেসের মাথায়। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন তিনি। পাখিটিও বসেই থাকে তাঁর মাথাতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্র্যাকটিসে থাকা সাদা টি-শার্ট পরিহিত এক ব্যক্তি এর পর ফুটবল এনে ধরেন পাখির সামনে। তার পর ডানা ঝাপটে ফুটবলের উপর উঠে পড়ে ম্যাকাও। ব্রুনা হাফ ছেড়ে বাঁচেন। ফুটবল থেকে উড়ে গিয়ে ফের গোলপোস্টের উপর বসেছিল পাখিটি।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ব্রুনো নিজেই। আমাজন অরণ্যে দাবানলের জেরে বাসস্থান হারানো পাখিদের প্রতি সমবেদনা জানিয়ে, সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। পর্তুগিজ ভাষায় তাঁর লেখা পোস্টের অনুবাদ করলে দাঁড়ায়—‘‘আগুনের জেরে হাজার প্রাণী তাদের জীবন হারিয়েছে। তা এখনও ঘটছে। যে দৃশ্য দেখার সৌভাগ্য আপনার হচ্ছে, তা একদিন অসম্ভব হয়ে যাবে। সচেতন হন। প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদগুলির প্রতি যত্ন নিন।’’ দেখুন সেই ভিডিয়ো—
A post shared by ✨Bruna Benites✨ (@brunabenites) on
এই ভিডিয়ো দেখে মজায় মেতেছেন নেটাগরিকদের একাংশ। নানা মজাদার মন্তব্যে ব্রুনার পোস্টকে ভরিয়েছেন তাঁরা। তবে পৃথক একটি পোস্টে ব্রুনা এই ম্যাকাওটির বাসস্থান সম্পর্কে জানিয়েছেন। পর্তুগিজে তিনি লিখেছেন, ‘‘রিও ডি জেনেইরোর গ্রাঞ্জা কোমারিতে থাকে এই পাখিটি। পাখিটি পোষ্য বলেও জানিয়েছেন তিনি।’’
আরও পড়ুন: ফুটবল ম্যাচে সামাজিক দূরত্ব রেখে ৩৭ গোল খেল জার্মানির দল
আরও পড়ুন: কাকভোরে ফোন, অমর্ত্য সেন ভাবলেন খারাপ কিছু, আদতে তা কী ছিল