Viral video

ফের আমার এলাকায় ঢুকলে ফল ভাল হবে না, যেন বার্তা দিয়ে গেল গোরিলা

সাত সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটি রুপোলি পিঠের (সিলভার ব্যাক) গোরিলা। এসেই সে নদী থেকে এক আঁজলা জল ছুড়ে দিচ্ছে ওই দুই ব্যক্তির দিকে। জল ছিটিয়ে দিয়েই দৌড়ে জঙ্গলে ঢুকে যায় সে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ২০:০৬
Share:

'অনুপ্রবেশকারী'দের সতর্ক করছে গোরিলা। ছবি: টুইটার থেকে নেওয়া।

কেউই চায় না বিনা অনুমতিতে তার এলাকায় কেউ প্রবেশ করুক। বিশেষ করে এই গোরিলাটি যে তা মোটেই পছন্দ করেনি অনুপ্রবেশকারীদের সেই বার্তা দিল জল ছিটিয়ে।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে একটি নদী বয়ে চলেছে। তাতেই দাঁড়িয়ে আছে একটি ছোট নৌকা। তার তাতে অন্তত দু’জনকে দেখা যাচ্ছে।

সাত সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটি রুপোলি পিঠের (সিলভার ব্যাক) গোরিলা। এসেই সে নদী থেকে এক আঁজলা জল ছুড়ে দিচ্ছে ওই দুই ব্যক্তির দিকে। জল ছিটিয়ে দিয়েই দৌড়ে জঙ্গলে ঢুকে যায় সে।

Advertisement

আরও পড়ুন: পরীক্ষায় চুরি করতে গিয়ে টেকস্যাভি শিক্ষকের পাতা ফাঁদে ১৪ পড়ুয়া

সুশান্ত ভিডিয়োটির সঙ্গে পোস্টে লিখেছেন, ‘‘আমার এলাকায় অনুপ্রবেশ কোরো না, পরের বার ফল আরও খারাপ হবে।’’ আসলে গোরিলার কাজ দেখে মনে হচ্ছে সে যেন এই বার্তাই দিতে চেয়েছে। সেটাই বোঝাতে চেয়েছেন এই ফরেস্ট সার্ভিসের কর্মী।

সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ভিডিয়োটি পোস্ট হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement