Viral video

ড্রাইভারকে প্রিয় গান চালাতে অনুরোধ শিশুর, বাস থামিয়ে নাচ দুজনের

শিশুটি বাস থেকে নামার আগে ড্রাইভারকে বলে, তার প্রিয় গান ‘শেক ইট অফ’। তা শুনে ওইড্রাইভার রাস্তার ধারে বাস থামিয়ে, মার্কিন গায়িকা টেলর সুইফ্টের এই জনপ্রিয় গানটি চালিয়ে দেন।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ১২:১৬
Share:

বাস থামিয়ে ড্রাইভার, শিশুর নাচ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

গাড়িতে বা বাসে অনেক সময় অনেকেই প্রিয় গান চালাতে অনুরোধ করেন। কিন্তু এই শিশুর অনুরোধে বাসের ড্রাইভার যা করলেন তা স্বাভাবিক ভাবেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি ভিডিয়োটি সম্প্রতি একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডল পোস্ট হয়েছে।

Advertisement

ভিডিয়োটি প্রথম সোশ্যাল মিডিয়ায় আসে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি। ফেসবুকে ব্রেটি অ্যাসলে নামে এক মহিলা ভিডিয়োটি পোস্ট করে জানান এটি তাঁর মেয়ে ইমারসন। সে বাস থেকে নামার আগে ড্রাইভারকে বলে, তার প্রিয় গান ‘শেক ইট অফ’। তা শুনে ওইড্রাইভার রাস্তার ধারে বাস থামিয়ে, মার্কিন গায়িকা টেলর সুইফ্টের এই জনপ্রিয় গানটি চালিয়ে দেন। আর শুধু চালিয়ে দেওয়াই নয়, ইমারসনের সঙ্গে নাচতে আরম্ভ করেন বাস ড্রাইভার।

মেয়ে ও বাস ড্রাইভারের এমন নাচের দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভোলেননি ব্রেটি। ফেসবুকে আপলোড করতেই সেটি ভাইরাল হয়ে যায়। প্রায় দু’ বছর পর সেই ভিডিয়োটি ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। ব্রেটির ফেসবুক অ্যাকাউন্টে লেখা তিনি নিউইয়র্কের বাসিন্দা। তাই এই ঘটনা নিউ ইয়র্কের বলে মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: বসন্তের শুরুতেই সপ্তাহ জুড়ে চলবে মেঘ-বৃষ্টির খেলা

রেক্স চ্যাপম্যান নামে ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ফের ভিডিয়োটি পোস্ট হয়েছে ২৯ ফেব্রুয়ারি। এখনও পর্যন্ত ভিডিয়োটি এক কোটি ১১ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রচুর নেটাগরিক এমন সুন্দর একটি ভিডিয়ো শেয়ার করতে কার্পণ্য করেননি।

আরও পড়ুন: ‘গোলি মারো’ স্লোগান-কাণ্ডে গ্রেফতার আরও এক বিজেপি কর্মী

দেখুন সেই পোস্টগুলি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement