Viral video

বড়দিনের পাওয়া উপহার দিয়ে বাড়ির সামনে আগুন ধরিয়ে দিল কিশোর, সাবধান হন আপনিও

নিসা-লিন পারসন তাঁর ছেলেকে একটি আতস কাচ উপহার দেন। ভাবেন, একটি তাঁর বারো বছরের ছেলের পড়াশোনার কাজে লাগবে। কিন্তু তাঁর ছেলে ক্যাডেন সেটি দিয়ে অন্য রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করে। বাড়ির সামনের অংশে যে ঘাস ছিল, তাতে সূর্যের আলো ফেলে আতস কাচ দিয়ে। আর তাতেই আগুন ধরে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:১২
Share:

বাড়ির সামনে ঘাসে আগুন লাগিয়ে দিল কিশোর। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

বড়দিনের উপহার যে এমন বিভীষিকা হয়ে ফিরে আসবে তা কে জানত! আমেরিকার টেক্সাসে বাড়ির সামনের অংশে আগুন লাগিয়ে দিল এক বছর বারোর ছেলে। আর সে আগুন লাগিয়েছে হাতে পাওয়া একটি ছোট্ট উপহারের সাহায্যে।

Advertisement

পেশায় ইন্টেরিয়র ডিজাইনার নিসা-লিন পারসন তাঁর ছেলেকে একটি আতস কাচ উপহার দেন। ভাবেন, একটি তাঁর বারো বছরের ছেলের পড়াশোনার কাজে লাগবে। কিন্তু তাঁর ছেলে ক্যাডেন সেটি দিয়ে অন্য রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করে। বাড়ির সামনের অংশে যে ঘাস ছিল, তাতে সূর্যের আলো ফেলে আতস কাচ দিয়ে। আর তাতেই আগুন ধরে যায়।

ক্যাডিনের মা নিসা-লিন পারসন ছেলের এই কীর্তি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন। সেখানে দু’টি ছবির সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, বাড়ির সামনের ঘাসের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। আর সেই অংশ জল দিয়ে নেভানোর চেষ্টা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ঠান্ডার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সস্তায় কার্যকরী উপায় অটোচালকের

এই পোস্ট দেখে নেটিজেনরা বলছেন, বাড়ির বাচ্চাদের উপহার ভেবে চিন্তে দিতে হবে। আর সেগুলি নিয়ে তারা কী করছে সেদিকেও নজর রাখা উচিত।

আরও পড়ুন: টি-শার্টে আঁকা ‘ভয়ঙ্কর’ সাপের ছবি, বিমান বন্দরে কী অবস্থা হল দেখুন

দেখুন নিসা-র সেই ফেসবুক পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement