Viral Video

অফিস যাওয়ার আগে আদর করেনি মা! দু’বছরের বাচ্চার অভিমানে গলে জল নেটদুনিয়া

মায়ের কাছে আদর না পেয়ে দু’বছরের ছেলের অভিমান এবং বিষয়টি নিয়ে বাবাকে অভিযোগ জানানোর ভিডিয়ো আপলোড করেছিলেন ফেসবুকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৩:২১
Share:

মায়ের আদর না পেয়ে দু’বছরের অ্যালেক্সের প্রতিক্রিয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলে শহরে থাকেন ডায়না সিমনস। রোজ কাজে যাওয়ার আগে নিজের দু’বছরের ছেলে অ্যালেকজান্ডারকে চুম্বন করে বিদায় সম্ভাষণ জানান ডায়না। তার পরই যান অফিসে। কিন্তু সম্প্রতি একদিন তিনি ছেলেকে বিদায়ী চুম্বন না দিয়েই চলে গিয়েছিলেন অফিসে। মায়ের কাছে আদর না পেয়ে দু’বছরের ছেলের অভিমান এবং বিষয়টি নিয়ে বাবাকে অভিযোগ জানানোর ভিডিয়ো আপলোড করেছিলেন ফেসবুকে। সেই ভিডিয়োই এখন ভাইরাল।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরিষ্কার ভাবে কথা বলতে না পারলেও বাবার বলা তার মনের কথায় সায় দিচ্ছে ছোট্ট অ্যালেক্স। বাবার কাছে তার অনুযোগ, অফিস যাওয়ার সময় মা শুধু তাকে নয়, তার নবজাতক বোনকেও ভাল করে আদর করেনি।

সেই ভিডিয়ো আপলোড করে ডায়না সিমনস লিখেছেন, ‘আলেকজান্ডারের সকার প্র্যাকটিস থেকে ফেরার পর আমার এত তাড়াহুড়ো ছিল যে, ওকে যথাযথ গুডবাই জানাতে পারিনি। তাই অফিস থেকে ফেরার পর অনেক কিছু বলল সে। আমার স্বামী সেটার ভিডিয়ো করেছে।’ দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: গরিবের ক্রয়ক্ষমতা না বাড়লে নিস্তার নেই ভারতীয় অর্থনীতির, বলছেন নোবেলজয়ী

আরও পড়ুন: বিনায়কের সিদ্ধিলাভ, নোবেলে ফের সেরা বাঙালিই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement