Viral Video

টিকটকে ‘করোনা চ্যালেঞ্জ’ নিয়ে কমোড চেটেছিলেন, এখন কোভিড-১৯এ আক্রান্ত

ব্রিটেনের একটি সংবাদমাধ্যমকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার কথা জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৪:২৫
Share:

‌করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি টিকটক স্টার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

টিকটকে ‘করোনাভাইরাস চ্যালে়ঞ্জ’ নিয়ে চেটেছিলেন কমোড। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার কয়েক দিন পর সত্যিই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই টিকটক স্টার। ২১ বছরের ওই যুবকের নাম লার্জ। ব্রিটেনের একটি সংবাদমাধ্যমকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার কথা জানিয়েছেন তিনি।

Advertisement

করোনা আতঙ্ককে ফুৎকার করে অদ্ভূত এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন মিয়ামির এক মডেল। আভা লাউজি নামের ওই মডেল ও টিকটক স্টার বিমানের টয়লেটের কমোড চেটে এই চ্যালেঞ্জের সূত্রপাত করেছিলেন। সেই কাজের জন্য নেটাগরিকরা তাঁকে ‘অ্যাটেনশন সিকার’ বলে ভর্ৎসনাও করেছিলেন।

আভার দেখানো পথেই লার্জ নিয়েছিলেন করোনা চ্যালেঞ্জ। তিনি টয়লেটের কমোড ছা়ড়া, বাসের হাতল, হাসপাতালের বিছানাও চেটেছিলেন। এখন কোভিভ-১৯-এ আক্রান্ত হয়ে সেই কাজের মাশুল গুনছেন তিনি।

Advertisement

আমেরিকাতেও রোজদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ হাজার।

দেখুন লার্জের সেই চ্যালেঞ্জের ভিডিয়ো—

আরও পড়ুন: বিজ্ঞাপনে করোনা নিয়ে সতর্কবার্তা গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির

আরও পড়ুন: চিনকে টপকাল স্পেন, উদ্বেগ নিউ ইয়র্ক নিয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement