Australia

অস্ট্রেলিয়ায় সাহায্য পাঠাতে নিজের নগ্ন ছবি বিক্রি করছেন এই যুবতী

ভয়াবহ আগুনে অস্ট্রেলিয়ায় ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তিনি। সে জন্য নিজের ন্যুড ছবি বিক্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১৬:৪৩
Share:

কেলেন ওয়ার্ড। ছবি টুইটার থেকে সংগৃহীত।

কেলেন ওয়ার্ড। ২০ বছরের এই আমেরিকান যুবতী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। ভয়াবহ আগুনে অস্ট্রেলিয়ায় ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তিনি। সে জন্য নিজের ন্যুড ছবি বিক্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করছেন তিনি।

Advertisement

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বনাঞ্চলের আগুন ভয়াবহ হচ্ছে। সেই আগুন ইতিমধ্যেই মারা গিয়েছে প্রচুর প্রাণী। ঘরছাড়াও হয়েছেন বহু মানুষ। আর এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার দুর্গতদের পাশে দাঁড়াতে চান কেলেন। সে জন্যই ‌নিজের ন্যুড ছবি বিক্রি করে টাকা তুলছেন তিনি।

‘দ্য ন্যাকেড ফিলানথ্রপিস্ট’ নামে টুইটার হ্যান্ডল চালান কেলেন। সেই টুইটার হ্যান্ডলের মাধ্যমেই নিজের ন্যুড ছবি বিক্রি করছেন তিনি। টুইট করে তিনি জানিয়েছেন, তাঁর প্রতিটি ন্যুড ছবির জন্য দিতে হবে ১০ মার্কিন ডলার।

Advertisement

কেলেনের সেই টুইটের স্ক্রিনশট। ছবি টুইটার থেকে সংগৃহীত।

নিজের নগ্ন ছবি বিক্রি করে মাত্র দু’দিনেই সাত লক্ষ ডলার তুলে ফেলেছেন তিনি। যা ভারতীয় মু্দ্রায় প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি।

আরও পড়ুন: বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল যুবকের উপর, তার পর কী হল দেখুন

আরও পড়ুন: প্রতিবন্ধী কুকুরকে রাস্তায় ফেলে গেলেন হৃদয়হীন মহিলা! দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement