Face Shield

করোনা সতর্কতা: সদ্যোজাতদের মুখ আবরণ দিয়ে ঢাকছে হাসপাতাল

সেই ছবি সম্প্রতি পোস্ট করা হয়েছে ওই হাসপাতালের ফেসবুক পেজ থেকে। যা দেখে উদ্যোগের প্রশংসা করছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা   

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১২:২৬
Share:

সদ্যোজাতর মুখে ফেস শিল্ড। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

করোনাভাইরাসের কবল থেকে সদ্যোজাত শিশুদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিল তাইল্যান্ডের একটি হাসপাতাল। সদ্যোজাত শিশুদের মুখ তাঁরা ঢেকে রাখছেন আবরণ দিয়ে। সেই ছবি সম্প্রতি পোস্ট করা হয়েছে ওই হাসপাতালের ফেসবুক পেজ থেকে। যা দেখে উদ্যোগের প্রশংসা করছেন নেটাগরিকরা।

Advertisement

সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, নার্সের কোলে রয়েছে কম্বলে মোড়া এক সদ্যজাত। নার্স ও শিশু দু’জনেরই মুখ ঢাকা রয়েছে ফেস শিল্ড বা মুখাবরণী দিয়ে। বেডে শুয়ে থাকা প্রত্যেক শিশুর মুখই ঢাকা রয়েছে এ ভাবেই। তাঁরা জানিয়েছেন, এই ধরনের মুখাবরণী শিশুদের বাড়ি নিয়ে যাওয়ার সময়ে দেওয়া হচ্ছে।

সেই ছবি আপলোড করে, তাইল্যান্ডের সামুত প্রাকার্ন প্রদেশের পাওলো হাসপাতালের ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘‘ছোট্ট বন্ধুদের জন্য আমরা অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করেছি। সদ্যোজাতদের জন্য ফেস শিল্ড।’’ সাড়ে চার হাজার শেয়ারের পাশাপাশি সেই ছবিতে লাইক পড়েছে পাঁচ হাজারেরও বেশি। দেখুন সেই পোস্ট—

Advertisement

আরও পড়ুন: পোশাক নয়, শুধুমাত্র বালিশ দিয়ে শরীর ঢাকার এই চ্যালেঞ্জে মেতেছেন নেটাগরিকরা

আরও পড়ুন: এই সারমেয়র ভলিবল স্কিল দেখলে চমকে যাবেন আপনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement