twitter

Viral: এই ছবিতে বিড়াল খুঁজে বার করুন তো

এক টুইটার ব্যবহারকারী ওই ছবি শেয়ার করে লিখেছেন, ছবিতে একটি বিড়ালও আছে। কিন্তু কোথায় আছে, তা তিনি বলেননি এবং তা বোঝাও যাচ্ছে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৪৯
Share:

উপরের এই জানলার ছবি ভাইরাল হল টুইটারে।

ছবি থেকে কিছু একটা খুঁজে বার করার খেলা নেটমাধ্যমে এখন পুরনো। কখনও গাছের পাশে লুকিয়ে থাকা বাঘ, কখনও কাদার মধ্যে থেকে ব্যাঙ খোঁজার খেলা নিয়ে মাতামাতি হয়েছে সম্প্রতি। এ বার উপরের এই জানলার ছবি ভাইরাল হল টুইটারে।

এক টুইটার ব্যবহারকারী ওই ছবি শেয়ার করে লিখেছেন, ছবিতে একটি বিড়ালও আছে। কিন্তু কোথায় আছে, তা তিনি বলেননি এবং তা বোঝাও যাচ্ছে না। আসলে ওই টুইটার ব্যবহারকারীর অঘোষিত প্রশ্ন, ছবিতে কোথায় আছে বিড়ালটি?

Advertisement

আপনিও দেখুন ছবিটি...

এ বার বলুন, খুঁজে পেলেন বিড়াল? ছবিটি এক ঝলক দেখলে কারও পক্ষেই বলা সম্ভব হবে না, বিড়ালটি কোথায় আছে। সুতরাং, আপনি একা নন। টুইটারে অনেকেই পারেননি প্রশ্নের সঠিক উত্তর দিতে। এখনও যদি খুঁজে না পেয়ে থাকেন, তা হলে নীচের টুইটার পোস্টের ছবিটি দেখুন...

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement