Viral

পুকুর থেকে গোল্ডফিস তুলে খাচ্ছে মাকড়সা!

তিনি দেখতে পান জল থেকে একটি ছোট্ট গোল্ডফিসকে তুলে আনছে মাকড়সা। জল থেকে তুলে খাওয়ার চেষ্টা করছে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ১৪:৫৭
Share:

মাকড়সা ধরেছে গোল্ডফিসকে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা জেরেমি স্ক্যালউইজ। সম্প্রতি নিজের বান্ধবীর সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলেন একটি পার্কে। সেই পার্কের জলাশয়ের ধারে যখন তাঁরা প্রেমালাপে মত্ত তখনই জেরেমির প্রেমিকার চোখ যায় জলাশয়ের দিকে। তিনি দেখতে পান জল থেকে একটি ছোট্ট গোল্ডফিসকে তুলে আনছে মাকড়সা। জল থেকে তুলে খাওয়ার চেষ্টা করছে।

Advertisement

এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবে চমকে যান তাঁরা। ঘটনার ছবিও তুলে নেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন বিভিন্ন মন্তব্যে।

তবে নিজের থেকে বড় আকারের প্রাণীকে খাচ্ছে মাকড়সা। এ ঘটনা দেখা গিয়েছিল মাসখানেক আগে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। সেখানে দেখা গিয়েছিল ডালে আটকে প়ড়া একটি বাদুড়কে খেয়ে নিয়েছিল মাকড়সা।

Advertisement

আরও পড়ুন: ‘৮০ মার্কিন জঙ্গি খতম’, ক্ষেপণাস্ত্র হামলার পর বলল ইরান মিডিয়া

আরও পড়ুন: ১৭৬ যাত্রী নিয়ে ইরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান, মৃত্যু সকলেরই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement