Spain

সহজ করে বোঝাতে শিক্ষিকা পরলেন অ্যানাটমি পোশাক!

ছোটদের শারীরবিদ্যার ক্লাস নিতে গিয়ে স্পেনের এক শিক্ষিকা যা করছেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা 

মাদ্রিদ শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১২:২২
Share:

অ্যানাটমি পোশাকে শিক্ষিকা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

বইয়ের বাইরে বেরিয়ে বিজ্ঞান বিষয়ক সব কিছু যদি হাতে কলমে করা যায়, তাহলে তা শিশু মনে আগ্রহের সৃষ্টি করে। ছোটদের শারীরবিদ্যার ক্লাস নিতে গিয়ে স্পেনের এক শিক্ষিকা যা করছেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন তাঁকে।

Advertisement

প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন স্পেনের ভেরোনিকা ডোকিউ। বর্তমানে তিনি প্রাইমারির বাচ্চাদের বিজ্ঞান, ইংরাজি, স্প্যানিশ ও সমাজবিদ্যা পড়ান। সম্প্রতি স্কুলে মানব শরীরবিদ্যার ক্লাস ছিল তাঁর। সেই ক্লাস নিতে গিয়ে তিনি পরেছিলেন বিশেষ ধরনের এক পোশাক।

সেই পোশাকের মাধ্যমেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলি, ফুসফুস, হৃৎপিন্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশিতন্ত্র। এই পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দেহের কোথায় কী অঙ্গ কেমন ভাবে রয়েছে।

Advertisement

ভেরোনিকার এই বিশেষ সাজের ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন তাঁর স্বামী মাইকেল। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ ছাত্রদের মানবশরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা। তাঁকে স্ত্রী হিসাবে পেয়ে আমি খুব গর্বিত।’ দেখুন সেই পোস্ট—

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement