Wildlife

নদীতে আটকে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওরাংওটাং

বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাং‌ ওটাংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫২
Share:

মানুষের দিকে সাহায্যের হাত ওরাংওটাংয়ের। ছবি ফেসবুক থেকে নেওয়া।

নদীর পাশে ঝোপঝাড়। সেই ঝোপের মধ্যে নদীর কাদায় আটকে পড়েছেন এক জন ব্যক্তি। বুক অবধি জলে নিমজ্জিত তিনি। তাঁকে উদ্ধারের জন্য ঝোপে দাঁড়িয়ে একটি ওরাং‌ওটাং। নদীর দিকে পুরো ঝুঁকে পড়ে ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে। বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাং‌ ওটাংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ বোর্নিও দ্বীপের সংরক্ষিত অরণ্যে তোলা হয়েছে এই ছবি। ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, ছবিটি তুলেছেন অনিল প্রভাকর নামের এক ব্যক্তি। বন্ধুর সঙ্গে সাফারিতে গিয়ে এই ছবি তুলেছেন তিনি।

বোর্নিও ওরাং ওটাং সারভাইভাল ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। ওরাং ওটাং‌য়ের মানবিকতা মুগ্ধ করেছে নেটাগরিকদের। দেখুন সেই পোস্ট—

Advertisement

যদিও ওরাং‌ ওটাং‌ সাহায্যের হাত বাড়ালেও বিপদে পড়া ব্যক্তি তার হাত ধরেননি বলে জানিয়েছেন অনিল। বন্যপ্রাণী বলেই নাকি ওরাংওটাংয়ের হাত ধরেননি ওই ব্যক্তি।

আরও পড়ুন: গুগ্‌ল ম্যাপের ১৫ তম জন্মদিন পালন কী ভাবে করলেন সুন্দর পিচাই?

আরও পড়ুন: এক পা নিয়ে হাই জাম্প যুবকের! কুর্নিশ নেটাগরিকদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement