Viral

বিমান বন্দরে যাত্রীর ব্যাগে ‘বন্দুক’ দেখে অবাক নিরাপত্তা কর্মীরাই

এক্স-রে মেশিনে বস্তুটিকে একটি বড়সড় পিস্তল মনে হলেও আসলে সেটি একটি টয়লেট পেপার রোলার। যেটি পিস্তলের মতো দেখতে। বিষয়টি সবার কাছে পরিষ্কার হওয়ার পর নিরাপত্তা কর্মীরা আস্বস্ত হন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ১৭:০৮
Share:

প্রতীকী চিত্র।

বন্দুক’ নিয়েই নাকি এই যাত্রী বিমানে চড়ার চেষ্টা করছিলেন। তবে সেই বন্দুক দেখে শেষে অবাক হয়ে গেলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি বিমানবন্দরের ঘটনা।

Advertisement

সিকিউরিটি চেকিংয়ের সময় এক্স-রে মেশিনে চলছিল সব যাত্রীদের ব্যাগ পরীক্ষা। তখনই এক ব্যক্তির ব্যাগে বন্দুক আছে বলে সন্দেহ করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। তাই ব্যাগ সহ তাঁকে সিকিউরিটি চেকিং পয়েন্ট থেকে সরিয়ে আনেন তাঁরা। খুলে দেখা হয় ব্যাগপত্র। সন্দেহজনক বস্তুটি বেরিয়েও আসে ব্যাগ থেকে। দেখতে একদম একটি পিস্তলের মতোই। তবে আসলে সেটি পিস্তল নয়।

এক্স-রে মেশিনে বস্তুটিকে একটি বড়সড় পিস্তল মনে হলেও আসলে সেটি একটি টয়লেট পেপার রোলার। যেটি পিস্তলের মতো দেখতে। বিষয়টি সবার কাছে পরিষ্কার হওয়ার পর নিরাপত্তা কর্মীরা আস্বস্ত হন।

Advertisement

আরও পড়ুন: মায়ের জন্য ‘সঙ্গী’ খুঁজছেন যুবতী, দেখুন কী উত্তর পেলেন সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন: কঠিন সমস্যার এমন সহজ সমাধান ভারতীয়রাই পারেন!

তবে টয়লেট পেপার রোলারটি নিয়ে ওই যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। সেটি নিরাপত্তা কর্মীদের কাছে জমা রেখেই বিমান যাত্রা করতে হয় ওই যাত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement