USA

৯/১১-এ রাত ৯টা ১১ মিনিটে জন্ম নেওয়া এই শিশুর ওজন ৯ পাউন্ড ১১ আউন্স!

এ বার ১১ সেপ্টেম্বর সামনে এল সম্পূর্ণ অন্য এক কারণে। সৌজন্য, আমেরিকায় জন্ম হওয়া একটি কন্যা শিশু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১
Share:

১১ সেপ্টেম্বর জন্মেছে এই শিশুটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৮ বছর আগের সেই জঙ্গি হামলার কথা ভোলেনি বিশ্ব। ১১ সেপ্টেম্বরে হওয়া সেই হামলা সারা বিশ্বে ৯/১১ নামেই পরিচিত। সে দিনের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আয়োজন হয় প্রার্থনা ও স্মরণ সভার। কিন্তু এ বার ১১ সেপ্টেম্বর সামনে এল সম্পূর্ণ অন্য এক কারণে। সৌজন্য, আমেরিকায় জন্ম হওয়া একটি কন্যা শিশু।

Advertisement

এ বছর ১১ সেপ্টেম্বর আমেরিকার টেনেসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সন্তানসম্ভবা। রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ডেলিভারি রুমে। সেখানে রাত ৯টা ১১ মিনিট নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর সেই বাচ্চাকে ওজন মাপার যন্ত্রে চাপানোর পর দেখা যায় তার ওজন ৯ পাউন্ড ১১ আউন্স। কিলোগ্রামে মাপলে যা ৪ কিলোগ্রাম ৪০০ গ্রাম।

সংখ্যার অদ্ভুত সমাবেশ দেখে চমকে যান সেখানকার চিকিৎসকরাও। তার পরই ওই কন্যা সন্তানকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্য।

Advertisement

ওই বাচ্চার জন্ম সার্টিফিকেট। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আরও পড়ুন: অসম রেজিমেন্টের মার্চিং গানে একসঙ্গে নাচছেন আমেরিকা ও ভারতের সেনারা! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: মত্ত অবস্থায় বিমানে উঠতে বাধা, পুলিশের সঙ্গে এ কী করলেন যুবতী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement