medical

Medical case: মদ ছেড়ে লোহার নেশা, পেট চিরতেই মিলল এক কেজির বেশি স্ক্রু, ছুরি, নাটবল্টু

পেটে অসহ্য যন্ত্রণার জেরে কয়েক দিন আগেই ওই রোগীকে ক্লাইপেডিয়ার বাল্টিক পোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৩:৩০
Share:

পেট চিরতেই মিলল এক কেজির বেশি স্ক্রু, ছুরি, নাটবল্টু —ছবি সংগৃহীত।

জটিল অস্ত্রোপচার পূর্ব ইউরোপের লিথুয়ানিয়ায়। এক ব্যক্তির পেট চিড়তেই পাকস্থলী থেকে মিলল বিভিন্ন ধাতু। কী নেই তাতে! নখ, নাটবল্টু, পেরেক, স্ক্রু, ছুরি। যার ওজন কম করেও এক কেজির বেশি। যা দেখে রীতিমতো হতচকিত চিকিৎসকেরা।

Advertisement

পেটে অসহ্য ব্যথা জেরে কয়েক দিন আগেই ওই রোগীকে ক্লাইপে়ডিয়ার বাল্টিক পোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক্স রে রিপোর্টে ওই রোগীর পেটে ধাতব বস্তুর হদিশ মেলে। তার পরই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, সদ্যই মদ ছেড়ে পেরেক, স্ক্রুয়ের মতো ধাতব বস্তু খাওয়া শুরু করেছিলেন ওই ব্যক্তি। যদিও এমন ঘটনা প্রথম নয়। কিন্তু ওইটুকু পাকস্থলীর ভিতর এত জিনিস ধরল কী করে, সেটাই ভেবে পাচ্ছেন না চিকিৎসকেরা।

Advertisement

তবে তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement