Viral

চাঁদার তিন কোটি টাকায় ডিজনিল্যান্ড যাবে না সহপাঠীদের নির্যাতনের শিকার কোয়াডেন!

মায়ের সঙ্গে কোয়াডেনকে ডিজনিল্যান্ডে পাঠানোর জন্য ১০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় সাত লাখ টাকা) তোলার লক্ষ্য রাখা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৫
Share:

কোয়াডেন। ফেসবুক থেকে নেওয়া ছবি।

কোয়াডেন বেলেস এখন সেলিব্রিটি। তার ও তার মায়ের এক সিদ্ধান্ত এখন প্রশংসা কুড়াচ্ছে নেটাগরিকদের। সহপাঠীদের নির্যাতনের শিকার হওয়ার পর কিছুদিন আগে তার মা ফেসবুক একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় কাঁদতে কাঁদতে কোয়াডেন বলছে সে আত্মহত্যা করতে চায়। ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ফেসবুক পোস্টের পর গোটা বিশ্ব থেকে তার পাশে দাঁড়ানোর বার্তা আসে। হিউ জ্যাকম্যান সহ হলিউড স্টাররা ন’বছরের কোয়াডেনের পাশে থাকার বার্তা দেন। তারপর ফের একবার খবরে কোয়াডন।

Advertisement

হলিউডের কৌতুক অভিনেতা ব্র্যাড উইলিয়ামস কোয়াডেনের জন্য ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করেন। মায়ের সঙ্গে কোয়াডেনকে ডিজনিল্যান্ডে পাঠানোর জন্য ১০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় সাত লাখ টাকা) তোলার লক্ষ্য রাখা হয়। সেই লক্ষ্য অনেক আগেই পূরণ হয়ে গিয়েছে। এবার সেই অর্থে কী করা হবে তা জানিয়ে দিল কোয়াডেনরা।

ব্র্যাড উইলিয়ামস গো-ফাউন্ড-মি ওয়েব সাইটে এই ক্রাউ ফান্ডিংয়ের ব্যবস্থা করেন। সেখানে কোয়াডেনের দু’টি ছবি দিয়ে গোটা বিষয়টি বিস্তারিত জানানো হয়। কেন তার জন্য এই চাঁদা তোলা হচ্ছে, সেই টাকায় কী করা হবে জানান ব্র্যাড। তাঁর আবেদনে সাড়া দিয়ে এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার মানুষ, তিন কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা দান করেছেন।

Advertisement

আরও পড়ুন: সহপাঠীদের নির্যাতনের শিকার শিশুর পাশে ‘উলভরিন’ হিউ জ্যাকম্যান সহ হলিউড তারকারা

এখন ভাবছেন এত টাকা কোয়াডেন কী করবে? কোয়াডেনের মা ঠিক ভেবেছেন, ডিজনিল্যান্ডে যাওয়ার থেকে এই টাকা কোথাও দান করে দেওয়া বেশি ভাল। কোয়াডেনের মাসি অস্ট্রেলিয়ার এনআইটিভি-কে জানিয়েছেন এই টাকা তাঁরা দান করে দেবেন।

আরও পড়ুন: হারিয়ে গিয়ে নিজেই থানায় রিপোর্ট করে গেল এই জার্মান শেপার্ড!

কোয়াডেনের এই মাসি জানিয়েছেন, তাঁর বোন বলেছেন, কোয়াডেনের মতো কত শিশু, কত মানুষ এমন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই আসল সমস্যা থেকে পালিয়ে তাঁরা ডিজনিল্যান্ডে যাবেন না। বরং এই সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াই করবেন। আর ক্রাউড ফান্ডিংয়ে যে টাকা উঠেছে তা যাদের সত্যিকারের প্রয়োজন তাঁদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement