Cheese

ক্লাসে লুকিয়ে চিজ খেতে একরত্তির কাণ্ডে মজে নেটদুনিয়া

ক্লাস ক্লাস করতে করতে খাবার খাওয়ার জন্য আমেরিকার নয় বছরের এক ছাত্রী যা করেছে তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৬
Share:

ফাঁকা লিপ বামের টিউবে চিজ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

টিফিন ব্রেকের আগেই ক্লাসে বসে টিফিন খাওয়া স্কুল জীবনে ঘটা দুষ্টুমিরগুলোর অন্যতম। কিন্তু ক্লাস ক্লাস করতে করতে খাবার খাওয়ার জন্য আমেরিকার নয় বছরের এক ছাত্রী যা করেছে তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

Advertisement

মেয়ের সেই কীর্তির কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন তার মা। তাঁর নাম ভ্যালেরি স্ক্রেম্প হান। তিনি সেখানকার একটি সংবাদমাধ্যমের ফিচার রাইটার। টুইটে তিনি জানিয়েছেন, ক্লাসে বসে লুকিয়ে খাওয়ার জন্য তাঁর মেয়ে কী করে। ভ্যালেরি লিখেছেন, ‘আমার নয় বছরের মেয়ে লিপ বামের পুরনো টিউব ভর্তি করেছে চিজ দিয়ে। যাতে ক্লাসে বসে লুকিয়ে খেতে সুবিধা হয়।’

এই টুইট সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রায় ৭০ হাজার লাইকের পাশাপাশি প্রায় সাড়ে আট হাজার বার রিটুইট হয়েছে সেই পোস্ট। নয় বছরের মেয়ের এই কীর্তিতে কিন্তু মন মজেছে নেটিজেনদের। তাঁরা বাচ্চা মেয়েটিকে ‘জিনিয়াস’ অ্যাখ্যা দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: বান্ধবীর হাত থেকে চকলেট বাঁচাতে ফ্রিজেই লকার!

আরও পড়ুন: মার্কিন সেনারা সুর তুললেন ‘জন গণ মন’-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement