Jesus Shoe

মুহূর্তের মধ্যে বিকিয়ে গেল লাখ টাকার ‘পবিত্র’ জল ভর্তি জুতো!

জুতোর সোলের কাছে যেখানে এয়ার চেম্বার থাকে, এই জুতোর সেই জায়গায় রয়েছে জর্ডন নদীর ‘পবিত্র’ জল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৯:৩৮
Share:

জেসাস জুতো বাজারে আসতেই শেষ। ছবি জেসাস শু-এর ওয়েবসাইট থেকে নেওয়া।

জিশুর নামে বাজারে এসেছে জুতো। আসার কয়েক মুহূর্তের মধ্যেই বিকিয়ে গেল। বিশেষ এডিশনের নাইকির সেই জুতোর দাম তিন হাজার আমেরিকান ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ‘জেসাস শু’-এর দাম দু’লক্ষ টাকারও বেশি।

Advertisement

নাইকির এয়ার ম্যাক্স ৯৭ বা ‘জেসাস শু’ তৈরি করেছে ব্রুকলিনের ক্রিয়েটিভ লেবেল এমএসসিএইচএফ। এই জুতোর সবথেকে বড় বৈশিষ্ট হল এই জুতোর তলায় রয়েছে জল। জুতোর সোলের কাছে যেখানে এয়ার চেম্বার থাকে, এই জুতোর সেই জায়গায় রয়েছে জর্ডন নদীর ‘পবিত্র’ জল।

তবে শুধু পবিত্র জলই নয়। এই জুতোয় রয়েছে বাইবেলের ভার্স ম্যাথিউ ১৪:২৫। এই ভার্সে জলের উপর দিয়ে জিশুর হেঁটে যাওয়া বর্ণনা করা হয়েছে। জিশুখ্রিস্টের রক্তের দাগ বোঝাতে জুতোর উপরে রয়েছে লাল রঙের প্রতীকী রক্তবিন্দুও। স্বাভাবিক ভাবে ধর্মের মোড়কে জুতো বাজারে আসতেই বিকিয়েছে হট কেকের মতো।

Advertisement

আরও পড়ুন: জল থেকে উঠে এল একের পর এক ‘অ্যাভেঞ্জার্স’! চমকে গেল নেটদুনিয়া

আরও পড়ুন: নিনজা স্টাইলের উত্তরপত্র: সাদা খাতা জমা দিয়ে সেরা নম্বর জাপানি ছাত্রীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement