Yusaku Maezawa

চাঁদে ঘুরতে যাওয়ার জন্য গার্লফেন্ড খুঁজছেন এই কোটিপতি

সেখানে তিনি খুঁজছেন একজন গার্লফ্রেন্ড। যিনি ইউসাকার সঙ্গে চাঁদে ঘুরতে যেতে রাজি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৭:১৩
Share:

জাপানের বিলিওনার ইউসাকা মিজায়া। ছবি- এএফপি।

জাপানের বিলিওনার ইউসাকা মিজায়া। চাঁদে ঘুরতে যেতে যান তিনি। কিন্তু কোনও সঙ্গিনী নেই তাঁর। তাই সম্প্রতি তিনি অনলাইনে একটি বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে তিনি খুঁজছেন একজন গার্লফ্রেন্ড। যিনি ইউসাকার সঙ্গে চাঁদে ঘুরতে যেতে রাজি।

Advertisement

জাপানের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইউসাকা মিজায়ার। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তার পর থেকেই একাকী বোধ করছেন ৪৪ বছরের এই কোটিপতি। তিনি বলেছেন, ‘‘একাকীত্ব আমায় চেপে ধরেছে। কিন্তু যে ভাবে এতদিন বেঁচে এসেছি সে ভাবেই বাঁচতে চাই।’’ সঙ্গে স্পেসএক্স রকেটে চড়ে চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সে জন্যই খুঁজছেন প্রেমিকা।

সেই বিজ্ঞাপনে তিনি জানিয়েছেন, ২০ বা তার বেশি বয়সী সিঙ্গল মহিলাদের তাঁর সঙ্গিনী হওয়ার জন্য আবেদন করতে বলেছেন। ইউসাকার সঙ্গিনী হওয়ার জন্য আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। আবেদনকারীদের সঙ্গে দেখা করে মার্চের মধ্যেই তিনি ঠিক করে ফেলবেন চাঁদে যাওয়ার সঙ্গিনী।

Advertisement

আরও পড়ুন: রেসের মধ্যে কুকুরকে লাথি মেরে স্পনসর হারালেন দৌড়বিদ! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ‘বটল ক্যাপ’ অতীত, নিতে পারবেন এই যুবতী ছুঁড়ে দেওয়া নতুন চ্যালেঞ্জ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement