China

ট্রেনে প্রাণ খুলে হাসতে হাসতে বন্ধই হল না মুখ! কেন জানেন?

হাসি থেমে গেলেও ওই মহিলার মুখ আর বন্ধ হল না। হাঁ করেই ট্রেনে বসে রইলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৭
Share:

হাসি থেমেছে, কিন্তু বন্ধ হচ্ছে না হাঁ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

চিকিৎসাবিজ্ঞানে বলে, যদি হৃদয়কে ভাল রাখতে চান তাহলে মুখের হাসিকে রাখুন অটুট। কিন্তু সেই হাসি যদি বুমেরাং হয়ে ফেরে? যেমন সম্প্রতি হয়েছে চিনের এক মহিলার। ট্রেনে যেতে যেতে চিনের ওই মহিলা প্রাণখুলে হেসে যাচ্ছিলেন। কিন্তু হাসতে হাসতেই ঘটল বিপত্তি। হাসি থেমে গেলেও ওই মহিলার মুখ আর বন্ধ হল না। হাঁ করেই ট্রেনে বসে রইলেন তিনি।

Advertisement

উচ্চগতির ট্রেনে চড়ে গুয়ানঝাউ সাউথ স্টেশনগামী ট্রেনে চড়েছিলেন ওই মহিলা। সেই ট্রেনেই হাসতে হাসতে এই বিপত্তি। ওই ট্রেনে যাত্রা করছিলেন লুয়ো য়েনসেঙ নামের এক চিকিৎসক। ট্রেনে চিকিৎসকের প্রয়োজন- এই ঘোষণা শুনে মহিলার কাছে আসেন তিনি। তার পর মহিলার কেন এ রকম হল তা অনুসন্ধানের চেষ্টা করেন।

এই ঘটনা নিয়ে তিনি বলেছেন, ‘‘ওই মহিলা যাত্রীর কাছে গিয়ে আমি দেখি মুখ হাঁ করে রয়েছেন। তিনি না পারছেন কথা বলতে, না পারছেন কথা বলতে। আমি প্রথমে ভেবেছিলাম ওই মহিলার স্ট্রোক হয়েছে। তার পর তাঁর রক্তচাপও মেপে দেখি। কিন্তু পরে বুঝতে পারি তাঁর চোয়াল সরে গিয়েছে।’’ তার পর তিনি মহিলার চোয়াল ঠিক করার চেষ্টা করেন এবং সফলও হন। জানা গিয়েছে, এর আগেও একবার ওই মহিলার চোয়াল আটকে গিয়েছিল।

Advertisement

আরও পড়ুন: ধর্ষকের ‘শাস্তি’! রাস্তায় নগ্ন করে কুকুরকে দিয়ে খাওয়ানো হল যৌনাঙ্গ

আরও পড়ুন: ‘অপহরণ’ করে আনা বিড়ালছানাকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছে বাঁদর! ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement