ম্যাগি। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
অভিনব উপাদানের সমন্বয়ে তৈরি রেসিপি প্রায়শই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেগুলো নিয়ে আলোচনাও চলে বিস্তর। মাস খানেক আগে ম্যাগির পায়েস বা কুরকুরের মিল্কশেকের ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই মন্তব্যের যেন বন্যা বইছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল, ম্যাগি দিয়ে তৈরি ‘অদ্ভুত’ এক রেসিপি নিয়ে।
পটাটহোই৬৯ নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি শেয়ার হয়েছে কমলালেবুর ম্যাগির ছবি। যা এখন ভাইরাল। অদ্ভুত এই রেসিপি নিয়েই এখন মজেছেন নেটিজনরা। সেখানে দেখা যাচ্ছে, ম্যাগির মধ্যে ছড়িয়ে রয়েছে কমলালেবুর কোয়া।
কমলালেবুর ম্যাগি ভাইরাল হতেই একদল ভোজনরসিক নেটিজেন আগ্রহ প্রকাশ করেছেন এই রেসিপি নিয়ে। আবার একদল অদ্ভুত এই রেসিপি দেখে নিজেদের বিরক্তি গোপন করেননি। কিন্তু না চেখে কী আর স্বাদ বোঝা সম্ভব? কমলালেবুর ম্যাগি বাড়িতে বানিয়ে দেখবেন নাকি?
আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়েছে শিশু, তাও চলছে কঠোর অনুশীলন, ছ’বছরের শিশুকে দেখে চোখে জল নেটিজেনদের