আরশোলা চ্যালেঞ্জ। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
‘হর্ন’ বা ‘নক নক’ বা ‘বটল ক্যাপ’— সোশ্যাল মিডিয়ায় কোনও চ্যালেঞ্জের সূত্রপাত হলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। আর নেটিজেনরা মেতে ওঠেন সেই সব চ্যালেঞ্জ নিয়ে। বটল ক্যাপ চ্যালেঞ্জ নিয়ে সেলিব্রিটিদের মধ্যে উন্মাদনা যখন চরমে, তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ‘আরশোলা চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জ ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে উন্মাদনা চরমে উঠেছে।
অ্যালেক্স অ্যাং নামের এক কিশোর ফেসবুকে এই চ্যালেঞ্জের সূত্রপাত করেন। তার পরই এই চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। এই চ্যালেঞ্জের মূল বিষয় হল মুখে আরশোলা বসে থাকা অবস্থায় সেলফি তুলে পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়।
অ্যালেক্স নিজের মুখে আরশোলা নিয়ে ছবি পোস্ট করার পর, সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অ্যালেক্সের দেখাদেখি তার বন্ধুরাও মেতে ওঠে এই চ্যালেঞ্জ নিয়ে। কেউ কেউ আবার মুখে একাধিক আরশোলা নিয়ে সেলফি পোস্ট করতে থাকেন। আরশোলাকে নিয়ে খেলার এই চ্যালেঞ্জ নেওয়ার সাহস কী আপনার রয়েছে?
এ ভাবেই আরশোলা চ্যালেঞ্জে মেতেছে নেটিজেনরা। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।