এসি-১৩০ হারকিউলিস। ছবি: শাটারস্টক।
আকাশে ওড়ার ঘণ্টা খানেক পরেই নিখোঁজ হয়ে গেল চিলি এয়ার ফোর্সের একটি বিমান। বিমানে ছিলেন ৩৮ জন। চিলির এয়ার ফোর্সের তরফেই সোমবার এই কথা জানানো হয়েছে।
সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে চিলির পুনটা অ্যারিনাস শহর থেকে আন্টার্কটিকায় প্রেসিডেন্ট এডুয়ার্ডো ফ্রেই বেসের উদ্দেশে রওনা দেয় বিমানটি। বিমানটি ছিল এসি-১৩০ হারকিউলিস। তাতে ছিলেন ১৭ জন বিমানকর্মী ও ২১ জন যাত্রী।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চিলির এয়ার ফোর্স ঘোষণা করেছে, সন্ধ্যা ৬টা নাগাদ বিমানটি সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আর কোনও হদিশ মেলেনি বিমানটির। কী হয়েছে বিমানটির সঙ্গে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তারা।
আরও পড়ুন: মিস ইউনিভার্সের বিকিনি রাউন্ডে মঞ্চে পা হড়কালেন পাঁচ সুন্দরী
আন্টার্কটিকায় চিলির যে ক্যাম্প রয়েছে, সেখানে বিভিন্ন কাজের জন্য ওই ২১ জনকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝ পথে এভাবে বিমানটি গায়েব হয়ে যাওয়ায় তাঁরা বেঁচে রয়েছেন কিনা সে বিষয়েও সন্দেহ দেখা দিচ্ছে। বিমানটি ‘উধাও’হয়ে যাওয়ার কারণই খুঁজে পাচ্ছেন না চিলি এয়ার ফোর্সের কর্মীরা। তল্লাশি চলছে বলে জানিয়েছে রয়টার্স।
আরও পড়ুন: মহিলা সাংবাদিকের পাছায় চাপ্পড় মেরে বিপাকে যুবমন্ত্রী, ভাইরাল ভিডিয়ো
এমনই একটি বিমান নিখোঁজ হয়ে গিয়েছে: