Viral

টিনের কৌটোয় আটকে পড়া বিড়ালকে উদ্ধার করতে যেতে হল দমকলকর্মীদের

বিড়ালটি সম্ভবত খাবারের খোঁজে টিনের কৌটোয় মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু পরে আর মাথা বের করতে পারেনি, ফেঁসে যায়। তবে উদ্ধার কাজ চলার সময় নাকি বিড়ালটি নাকি সারাক্ষণ ধীর-স্থির থেকে উদ্ধারকারীদের সাহায্য করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১২:৫৯
Share:

টিনের ডিবা থেকে উদ্ধার বিড়াল। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

বিড়ালটি উত্সুক ছিল, না লোভী তা বলা মুশকিল। তবে তাকে উদ্ধার করতে নামতে হল একদল দমকলকর্মীকে।আর তার বিপদ থেকে উদ্ধার হওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

আমেরিকার উত্তর ক্যালিফর্নিয়ায় একটি বিড়ালকে উদ্ধার করতে যেতে হয় ক্লেটন দমকল বিভাগের কর্মীদের। আর বিড়াল উদ্ধারের সেই ছবি, কাহিনি দমকল বিভাগের ফোসবুক পেজে পোস্ট করা হয়।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, আপৎকালীন বিভাগের একটি গাড়ি এই এলাকা দিয়ে যাওয়ার সময় বিড়ালটিকে দেখতে পায়। বিড়ালটির মাথা আটকে গিয়েছিল একটি খাবারে ছোট টিনের কৌটোর মধ্যে। কিছুতেই সে মুক্তি পাচ্ছিল না তার মধ্যে থেকে। আপৎকালীন বিভাগের গাড়ির কর্মীরা বিড়ালটিকে রাস্তার ধার থেকে তুলে নেন। কিন্তু টিনের কৌটো থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

Advertisement

এরপর খবর যায় আপৎকালীন বিভাগে। সেখান থেকে কয়েকজন বিড়ালপ্রেমী উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে যান। বিড়ালটিকে কোলে তুনে নেন। তারপর টিনের কৌটোটি কেটে বের করে নেন তাকে। উদ্ধার পায় বিড়ালটি।

বিড়ালটি সম্ভবত খাবারের খোঁজে টিনের কৌটোয় মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু পরে আর মাথা বের করতে পারেনি, ফেঁসে যায়। তবে উদ্ধার কাজ চলার সময় নাকি বিড়ালটি নাকি সারাক্ষণ ধীর-স্থির থেকে উদ্ধারকারীদের সাহায্য করেছে।

আরও পড়ুন: গাছ বাঁচাতে সরাসরি ‘ভগবানের সাহায্য’ নিলেন উত্তরপ্রদেশের পরিবেশকর্মী

উদ্ধার হওয়ার পরে বিড়ালটির সঙ্গে ফোটশেসনও করেন উদ্ধারকারীরা। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement