Viral

ট্রাম্পের বিরুদ্ধে কার্টুন এঁকে চুক্তি খোয়ালেন শিল্পী!

কার্টুনে ট্রাম গল্ফ স্টিক হাতে ওই মৃতদেহের উদ্দেশে বলছেন, আমি যদি এখানে খেলি তোমরা কি কিছু মনে করবে? কার্টুনটি প্রকাশ পেতেই ভাইরাল হতে সময় নেয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ২১:১৩
Share:

মাইকেল দি আদের আঁকা কার্টুন। শিল্পীর টুইটার পেজ থেকে নেওয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি কার্টুন আঁকেন শিল্পী মাইকেল দি আদের। সেখানে দেখা যাচ্ছে, জলের ধারে পড়ে রয়েছে দুই উদ্বাস্তুর দেহ। তারপাশে গল্ফ স্টিক ও গল্ফ খেলার গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। এই কার্টুন ভাইরাল হওয়ার পরই তাঁর সঙ্গে চুক্তি খারিজ করে দিল কানাডার এক প্রকাশনা সংস্থা।

Advertisement

সম্প্রতি মেক্সিকো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তি ও তাঁর ২ বছরের শিশুকন্যার মৃত্যু হয়। সেই ঘটনার সঙ্গে ট্রাম্পের উদ্বাস্তু নীতির সমালোচনা করে কার্টুন আঁকা হয়েছে। কার্টুনটি গত ২৬ জুন কানাডার শিল্পী আদের তাঁর টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন। কার্টুনে ট্রাম গল্ফ স্টিক হাতে ওই মৃতদেহের উদ্দেশে বলছেন, আমি যদি এখানে খেলি তোমরা কি কিছু মনে করবে? কার্টুনটি প্রকাশ পেতেই ভাইরাল হতে সময় নেয়নি।

কার্টুনটি ভাইরাল হওয়ার পরই কানাডার ব্রুনসউইক নিউজ ইনকরপোরেটেড (বিএনআই), আদেরের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে। সেই খবর আদেরই তাঁর টুইটারে জানান। তবে সংস্থার তরফে রবিবার জানানো হয়, কার্টুনের সঙ্গে চুক্তি বাতিলের কোনও সম্পর্ক নেই। আদের তাদের হয়ে কেবল চুক্তির ভিত্তিতে কাজ করতেন। যে কার্টুনটি নিয়ে বিতর্ক, সেটি আদের বিএনআই-কে প্রকাশের জন্যও বলেনি। তাই গোটা বিষয়টি নিয়ে ভুল ধারণা ছড়াচ্ছে। তারা অনেক আগে থেকেই, এমনকি এই কার্টুন প্রকাশের আগেই,পুরনো কার্টুনিস্ট গ্রেগ পেরিকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চালাচ্ছিল। সেই আলোচনাই চূড়ান্ত রূপ নিয়েছে। তাই গ্রেগকে ফিরিয়ে আনার সিদ্ধন্ত নেওয়া হয় কয়েক সপ্তাহ আগেই। সেই মতোই আদেরের সঙ্গে চুক্তি খারিজ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন : গন্ধ শুঁকে দৈত্যাকার শামুক খুঁজে বার করল বিগল!

আরও পড়ুন : মহাকাশ থেকে তোলা অগ্ন্যুত্পাতের ছবি প্রকাশ নাসার

এই চুক্তি বাতিলের পর প্রতিক্রিয়া দিয়ে আদের বলেছেন, এটা একটা ধাক্কা বটে, তবে জীবনের শেষ নয়। আদেরের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, তিনি আরও গোটা চারেক প্রকাশনা সংস্থার হয়ে কার্টুন আঁকছেন। এই চুক্তি বাতিল হলেই তিনি কার্টুন আঁকা ছেড়ে দেবেন এমন নয়।

বিএনআই-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন কানাডার কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়েস টাইরেল। তিনি বলেন, ‘‘১৭ বছর ধরে আদের বিএনআই-এর হয়ে কাজ করছে। আদেরের চুক্তি খারিজ হয়ে গেল কারণ বিএনআই-এর কাছে ট্রাম্প একটি ‘নিষিদ্ধ বিষয়’!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement