Viral Video

সবুজ রঙের জার্মান শেফার্ড! বিস্মিত নেটিজেনরা

সেই সবুজ রঙের কুকুরছানাটির ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে অবাক নেটিজেনদের বিস্ময় যেন কাটছেই না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৩:০০
Share:

‌সবুজ রঙের কুকুরছানা! ছবি টুইটার থেকে সংগৃহীত।

আমেরিকার নর্থ ক্যারোলিনাতে থাকেন শানা স্ট্যামি। তাঁর একটি সাদা রঙের জার্মান শেফার্ড রয়েছে। নাম জিপসি। সম্প্রতি বেশ কয়েকটি সন্তান হয়েছে তার। তার মধ্যে একটির গায়ের রং হাল্কা সবুজ। সেই সবুজ রঙের কুকুরছানাটির ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে অবাক নেটিজেনদের বিস্ময় যেন কাটছেই না।

Advertisement

জিপসি মোট আটটি ছানার জন্ম দিয়েছে। তারা সকলেই সুস্থ আছে বলে জানিয়েছেন জিপসির মানুষ মা শানা স্ট্যামি। তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা সবুজ রঙের ওই ছানার নাম রেখেছেন হাল্ক।

হাল্কের গায়ের অদ্ভুত রং নিয়ে জুনালুস্কা অ্যানিম্যাল হাসপাতালের পশু চিকিৎসক সুজানে সিয়ানসিউলি বলেছেন, ‘‘তারা যখন মায়ের গর্ভে ছিল তখন কোনও ভাবে মেকোনিয়াম (ভ্রুণের প্রথম মল) হাল্কের গায়ের সঙ্গে মিশে গিয়ে এ রকম রং হয়েছে।’’

Advertisement

দেখুন কেমন করে সময় কাটছে জিপসির শাবকদের—

আরও পড়ুন: মাছকে খাবার খাওয়াচ্ছে হাঁস! দেখেছেন কখনও?

আরও পড়ুন: বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানতে পারলেন তাঁর ‘স্ত্রী’ মহিলাই নন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement