Viral

টি-শার্টে আঁকা ‘ভয়ঙ্কর’ সাপের ছবি, বিমান বন্দরে কী অবস্থা হল দেখুন

পরিবারের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল স্টেভি লুকাস। তার পরনে ছিল একটি টি-শার্ট। যাতে আঁকা ছিল একটি সাপের ছবি। সেই ছবিটি নাকি এতটাই ভয়ঙ্কর তা অন্য যাত্রীদের বিব্রত করতে পারে। এমনই দাবি করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১২:৩০
Share:

সাপের ছবি আঁকা টি-শার্ট পরে স্টেভি। ছবি: টুইটার থেকে নেওয়া।

বছর দশেকের একটি ছেলে, যাচ্ছিল নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিমানে ওঠার আগে তাকে টি-শার্ট খুলে ফেলতে বলা হল। কারণ তার সেই টি-শার্টে আঁকা ছবি নাকি অন্য যাত্রীদের উদ্বেগের কারণ হতে পারে।

Advertisement

সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পরিবারের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল স্টেভি লুকাস। তার পরনে ছিল একটি টি-শার্ট। যাতে আঁকা ছিল একটি সাপের ছবি। সেই ছবিটি নাকি এতটাই ভয়ঙ্কর তা অন্য যাত্রীদের বিব্রত করতে পারে। এমনই দাবি করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

স্টেভির কালো রঙের টি-শার্টে উপর আঁকা ছিল একটি সবুজ রঙের সাপের ছবি। সেই ছবি দেখে নিরাপত্তা অফিসার বলেন, এই টি-শার্টবিমানে চড়ার ক্ষেত্রে যথাযথ নয়। প্রতিবাদ করেন স্টেভির বাবা স্টিভ ও মা মারগা। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাঁদের বক্তব্যে অনড় থাকেন। শেষ পর্যন্ত মারগা ছেলেকে বলেন টি-শার্টটি উল্টো করে পরে নিতে।

Advertisement

আরও পড়ুন: বনের রাজার আক্রমণের মুখে বাঘ, শেষ পর্যন্ত ফল কী হল দেখুন

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই টি-শার্ট উল্টো করে পরার দৃশ্য নাকি বিমানবন্দরের সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়েছে। বিষয়টি নিয়ে স্টেভির ছবির সঙ্গে একটি পোস্ট করেছে ‘অ্যাভিয়েশন ফেল’ নামে একটি টুইটার হ্যান্ডল। সেখানে দেখা যাচ্ছে সাপের ছবি দেওয়া টি-শার্ট পরে রয়েছে স্টেভি। ২৬ ডিসেম্বর পোস্ট হওয়া সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে সাতষট্টির হাত ধরলেন ছেষট্টি, ইতিহাস তৈরি করলেন এঁরা

দেখুন সেই টুইট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement