Bathroom

বাথরুমে নেই একটিও দেওয়াল! এমনও হয়?

সেই বাথরুমের ছবি দেখে নেটিজেনদের চোখ তো কপালে। সেই ছবি দেখে তাঁদের বক্তব্য- এ কেমন বাথরুম! 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৪:১৯
Share:

ঘরের ভিতর বাথরুমে নেই কোনও দেওয়াল। ছবি টুইটার থেকে সংগৃহীত।

বাড়ির প্রাইভেট জায়গা গুলির মধ্যে বাথরুম অন্যতম। সেই জায়গাকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন জন বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন । কিন্তু সম্প্রতি একটি বাথরুমের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই বাথরুমের ছবি দেখে নেটিজেনদের চোখ তো কপালে। সেই ছবি দেখে তাঁদের বক্তব্য- এ কেমন বাথরুম!

Advertisement

ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রথম দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিক ডেব্রা বেল্লা। সেই ছবিতে দেখা যাচ্ছে, সাজানো গোছানো একটি ঘর। সেই ঘরের এক প্রান্তে রয়েছে বাথরুম। সেই বাথরুমে বাথটাব, শাওয়ারের জায়গা ছাড়াও রয়েছে দু’টি বেসিন। কিন্তু সেই বাথরুমে নেই কোনও দেওয়াল। এমন কি কাচের দেওয়ালের মাধ্যমেও ঘর থেকে আলাদা নয় সেই বাথরুম। তাই এই বাথরুমে একজন কী করছেন তা ঘরে উপস্থিত ব্যক্তির কাছে গোপন থাকবে না।

আর বাথরুমের এই অদ্ভুত সজ্জা নিয়েই এখন আলোচনায় মেতেছেন নেটিজেনরা। তবে এ সবে হেলদোল নেই এই বাড়ির মালিক ট্রয় উইলিয়ামসনের। তাঁর মতে, এই বাথরুম দম্পতিদের জন্য বিশেষ আকর্ষণ বয়ে আনবে।

Advertisement

আরও পড়ুন: কুকুরকে সাবান মাখিয়ে স্নান করাচ্ছে দুই শিম্পাঞ্জি! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: এবার ইলন মাস্কের ‘মস্করার পাত্রী’ হলেন ইংল্যান্ডের রানি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement