টেপ দিয়ে দেওয়ালে আটকানো এই কলার দাম ৮৫ লক্ষ টাকা! কেন জানেন
দেওয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। সেই কলা বিক্রি হল ৮৫ লক্ষ টাকায়!
Advertisement
সংবাদ সংস্থা
মিয়ামিশেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ১১:২৬
Share:
এই কলার দাম ৮৫লক্ষ টাকা! ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বইয়ের তাক। সেখানে সার দিয়ে সাজানো রয়েছে বই। তার উপরে দেওয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। সেই কলা বিক্রি হল ৮৫ লক্ষ টাকায়!
Advertisement
দেওয়ালের মধ্যে কলাটি রাখা হয়েছিল আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে। বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলান পরিকল্পনা করেছিলেন এই আর্টের। নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। এই আর্টের জন্য ব্যবহৃত কলা মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।
মিয়ামিতে বিক্রি হলেও এই শিল্পকলার প্রথম প্রদর্শন হয়েছিল প্যারিসের পেরোটিন গ্যালারিতে। সেই গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, ‘‘এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোনও বস্তুর মূল্য কী ভাবে নির্ধারণ করি এবং কোনগুলিকে মূল্যবান হিসেবে ধরি।’’ সেই শিল্পকর্মই মিয়ামিতে বিক্রি হয়েছে এক লক্ষ ২০ হাজার ডলারে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লক্ষ টাকা।