HIV

দুই এইচআইভি আক্রান্ত শিশুর দায়িত্ব নিয়েছেন এই সমকামী দম্পতি

কোনও দম্পতিই তাকে দত্তক নিতে ইচ্ছুক ছিলেন না। সে সময় অলিভিয়ার দায়িত্ব তুলে নেন এই সমকামী দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা 

বুয়েনস আইরস শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৮:১৫
Share:

এইচআইভি আক্রান্ত শিশুদের দত্তক নিয়েছেন এই সমকামী দম্পতি। ছবি সংগৃহীত।

ড্যামিয়েন পিগহিন ও এরিয়েল ভিজারা। আর্জেন্টিনার এই সমকামী দম্পতি থাকেন সান্তা ফে প্রদেশে। দু’জনেই কাজ করেন স্বেচ্ছাসেবী সংস্থায়। এই সমকামী দম্পতি ২০১৪তে দত্তক নেন অলিভিয়া নামের এক কন্যাশিশুকে। জন্ম থেকে অলিভয়া ছিল এইচআইভি-তে আক্রান্ত। সে জন্য কোনও দম্পতিই তাকে দত্তক নিতে ইচ্ছুক ছিলেন না। সে সময় অলিভিয়ার দায়িত্ব তুলে নেন এই সমকামী দম্পতি। তখন অলিভিয়া ছিল ২৮ দিনের শিশু। একই ভাবে ২০১৫তে ভিক্টোরিয়া নামের অপর একটি এইচআইভি আক্রান্ত শিশুও দায়িত্ব তুলে নেন।

Advertisement

দু’টি এইচআইভি বাচ্চাকে দত্তক নেওয়ার প্রসঙ্গে এরিয়েল সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘প্রথম যখন আমি ওকে দেখলাম, মনে হল ওই আমার জীবন। আমরা হাত বাড়িয়ে দুধের বোতল দিতেই ড্যাবড্যাব করে তাকিয়ে ছিল আমার দিকে।’’

তার পর ওই দুই শিশুর এইচআইভি-র চিকিৎসাও করিয়েছেন ওই দম্পতি। সেই চিকিৎসাকে দু’টি শিশুই খুব ভাল সাড়া দিয়েছে। তাঁরা এখন সুস্থও রয়েছে। তবে তাদের এই লোক পুরোপুরি সেরে গিয়েছে কি না তা জানা সম্ভব হয়নি। খুব শীঘ্রই অলিভিয়ার পাঁচ বছরের জন্মদিন পালন করা হবে বলে জানিয়েছেন ওই সমকামী দম্পতি।

Advertisement

সমকামী দম্পতির কাছেই বড় হচ্ছে অলিভিয়া ও ভিক্টোরিয়া। ছবি সংগৃহীত।

আরও পড়ুন: আসছে ট্রেন, রেললাইনে পড়ে অজ্ঞান হয়ে গেলেন মহিলা! তার পর...

আরও পড়ুন: কেমন ক্রিকেট খেলেন ব্রিটিশ রাজ পরিবারের পূত্রবধু?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement