Viral

অ্যালকোহল দিয়ে হাত ধুলে নাকি দূর হবে করোনাভাইরাস, দেখুন কী বার্তা দিল মদ কোম্পানি

‘‘টিটস হ্যান্ডমেড ভদকায় ৪০ শতাংশ অ্যালকোহল থাকে। হাত জীবাণু মুক্ত করতে যে স্যানিটাইজারের কথাবলা হয় তাতে অ্যালকোল থাকে ৬০ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

অস্টিন, আমেরিকা শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৬:২৭
Share:

প্রতীকী চিত্র

করোনার আতঙ্কে কাঁপছে বিশ্বের ৬০-এর বেশি দেশ। করোনা আক্রান্ত দেশের মানুষ যে যেমন ভাবে পারছেন নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। তার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আবার ছড়াচ্ছে অ্যালকোহল দিয়ে হাত ধুয়ে নিলে করোনাভাইরাস দূর হবে। সে প্রসঙ্গেই এক মদ প্রস্তুতকারক কোম্পানি টুইট করে জানাল, তাদের তৈরি ভদকা দিয়ে হাত ধুলে কী হবে।

Advertisement

টুইটারে টিটস ভদকা তাদের ভেরিফায়েড হ্যান্ডলে সম্প্রতি একটি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে,‘‘টিটস হ্যান্ডমেড ভদকায় ৪০ শতাংশ অ্যালকোহল থাকে। হাত জীবাণু মুক্ত করতে যে স্যানিটাইজারের কথাবলা হয় তাতে অ্যালকোল থাকে ৬০ শতাংশ। তাই এই ভদকা দিয়ে হাত ধুলে কাজ হবে না।’’

আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, মদ খেলে বা মদ দিয়ে হাত ধুলে করোনাভাইরাস এড়ানো সম্ভব। সেই গুজবের বিরুদ্ধেই এই প্রচার টিটসের। টিটসের এই পোস্টটি দু’ হাজারের বেশি রিটুইট হয়েছে। সেই সঙ্গে নিজের মতো করে কমেন্ট করেছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, এই পরিস্থিতিতে আপনারাও কিছু হ্যান্ড স্যানিটাইজার তৈরি করুন।

Advertisement

আরও পড়ুন: নিজের প্রশংসা শুনে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী

আরও পড়ুন: নারী দিবসে সেরা মায়ের পুরস্কার পেলেন এক পুরুষ

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement