বালিশের পর, বাজারের ব্যাগ দিয়ে শরীর ঢাকার চ্যালেঞ্জে মাতোয়ারা ইনস্টাগ্রাম
এই চ্যালেঞ্জে বালিশের বদলে ব্যবহৃত হচ্ছে বাজার করার কাপড়ের ব্যাগ।
Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মে ২০২০ ১৫:৪২
Share:
শপিংব্যাগ চ্যালেঞ্জের সাজ। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
লকডাউনে ঘরবন্দি নেটাগরিকরা। ঘরে বসে একঘেয়েমি কাটাতে তাঁরা মাতছেন সোশ্যাল মিডিয়ার নতুন নতুন চ্যালেঞ্জে। কিছুদিন আগেই কোয়রান্টিন পিলো চ্যালেঞ্জ নিয়ে মাতোয়ারা ছিলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। সম্প্রতি তাঁরা মেতেছেন শপিং ব্যাগ বা পেপার ব্যাগ চ্যালেঞ্জে।
Advertisement
কোয়রান্টিন পিলো চ্যালেঞ্জে গায়ে কোনও পোশাকই পরছিলেন না ইনস্টাগ্রাম মডেলরা। বদলে বালিশ দিয়ে শরীরে ঢাকছিলেন তাঁরা। এই চ্যালেঞ্জে বালিশের বদলে ব্যবহৃত হচ্ছে বাজার করার কাপড়ের ব্যাগ। দেহের উপরের বা নীচের অংশ ঢাকছেন কাপড়ের ব্যাগে। কেউ দড়ি দিয়ে বা কেউ বেল্ট দিয়ে বাঁধছেন সেই ব্যাগ।
কেউ ব্যাগকে ব্যবহার করছেন টপ হিসাবে। কেউ আবার তা পরছেন স্কার্টের মতো করে। ‘শপিংব্যাগচ্যালেঞ্জ’ বা ‘পেপারব্যাগচ্যালেঞ্জ’ হ্যাশট্যাগে আপলোড করছেন সেই সব ছবি। কেউ কেউ আবার নিজেদের ছোট্ট বাচ্চাদেরও সাজাচ্ছেন ব্যাগ দিয়ে। দেখুন সেই ভিডিয়ো—